এখনকার শিশুরা ছড়া কবিতা গল্পের বই না পড়েই বড় হচ্ছে,,,,, তবে বই না পড়ার দায় পুরোপুরি শিশুদের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়,,,,,,,,কারণ আমরা বড়রা শিশুদের জন্য এমন এক শিক্ষার পরিবেশ তৈরি করেছি,,,,,,যা তাদের শুধু স্কুলের বইয়ের বোঝার মাঝে শৈশব হারিয়ে গেছে ,,। স্কুলের ব্যাগটা বড্ড ভারী, আমরা কী আর বইতে পারি, এও কি একটা শাস্তি নয়,,,,,,কষ্ট, কষ্ট হয়,,,,,,,, আমার কষ্ট বুঝতে চাও, ,,,,,,দোহাই পড়ার চাপ কমাও -কষ্ট হয়, কষ্ট হয়।’ শিল্পী কবির সুমনের একটি গানের কথা এগুলো,,,,, তবে এ গানটি কেবল গানই নয়,এ কথাগুলো সত্যি হয়ে এসেছে বর্তমান প্রজন্মের শিশুদের ক্ষেত্রেও.....। আমাদের সমাজে এমন বাবা মায়ের অভাব নেই যারা সন্তানকে শিক্ষা দিতে চান শুধু বইয়ে মুখ গুজিয়ে রাখাই জীবন,,,,,,,পড়াশোনা তো সারাবছর,,,,,,, তারপর বছর শেষে বা অন্যকোনো উৎসবের ছুটিতে সবাই যখন উৎসবের আমেজে থাকে তখনও চান সন্তান যেন কালির অক্ষরের বইটাকেই আঁকড়ে রাখুক শুধু,,,,,,,। ছুটি মানে ইচ্ছে মত ডানা মেলা নয়,,,,,,,ছুটিটাকেও কাজে লাগাতে হবে পড়াশোনা করে এমন মনে করেন অনেক অভিভাবক,,,,,,,,শিশুদের তাদের নিয়মের মত করেই বড় করা ...