আঘাতের লাঠি
উমা মজুমদার
১০/৭/২২
যাপিত জীবন কাঁটায় ভরা
দুঃখ অপমানের গাঁটছড়া
জীবনটা নয় অতটা সহজ
ঘাত প্রতিঘাত পার করে রোজ
কথার আঘাত অন্তরে গিয়ে লাগে
বুকে চেপে আঘাত আগুন জ্বলে
চোখে
আঘাতের লাঠি দেখাবে পথ বাঁচার
মাথা উঁচু করে
একটি আঘাত জীবনকে সঠিক পথ
দেখাতে পারে
আঘাত হানে আনুক লোকের বলা বলুক
সে আঘাতকে হাতিয়ার করে জীবন জয়ী হোক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন