আঘাতের লাঠি



উমা মজুমদার
১০/৭/২২

যাপিত জীবন কাঁটায় ভরা
 দুঃখ অপমানের গাঁটছড়া
জীবনটা নয় অতটা সহজ
ঘাত প্রতিঘাত পার করে রোজ
কথার আঘাত অন্তরে গিয়ে লাগে
বুকে চেপে আঘাত আগুন জ্বলে 
চোখে
আঘাতের লাঠি দেখাবে পথ বাঁচার 
মাথা উঁচু করে
একটি আঘাত জীবনকে সঠিক পথ 
দেখাতে পারে
আঘাত হানে আনুক লোকের  বলা বলুক
সে আঘাতকে  হাতিয়ার করে জীবন জয়ী হোক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ