বড়দিন
এলো আবার সেই বড়দিন ২৫শে ডিসেম্বর
পরম পিতা প্রভু যীশুর জন্মদিন
আলোয় ঝলমল সেজেছে চারদিক
চাকচিক্য শহর আনন্দে ভরা খুশির দিন
বেথেলহেম নগরের গোশালায় কুমারী মা
মেরির কোলে জন্মেছিলেন মানব ত্রাতা দেব শিশু
ভালোবাসা জাগিয়ে পাপ মুক্ত করতে ধরায়
নেমেছিলেন ভগবান যীশু।
সঠিক পথ দেখিয়ে করো প্রভু করুণা
হিংসা বিদ্বেষ সব হৃদয়ে করছে জমা
যতই আলোয় আলোকিত হোক চারিদিক
পাপ ঘৃণায় হৃদয়ে গভীর অন্ধকার,
দয়াময় প্রভু তুমি ক্রুশবিদ্ধ হয়েও
পাপীদের করেছিলে ক্ষমা।
আজও যে পড়ে থাকে পথ রক্তাক্ত
চারিদিকে জ্বলে উঠে অশান্তির দাবানল
ক্ষত বিক্ষত প্রতিহিংসার আগুনে দগ্ধ
ওগো প্রভু ঘুচাও অন্ধকার পাপের রঙে
যত কালো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন