মনের কষ্ট
প্রতিদিন সূর্যের লাল রঙ গায়ে মেখে আকাশের ঘুম ভাঙ্গে ,,,,সেই সাথে রুমির ও ঘুম ভাঙ্গে ,,,কিন্ত আজ সকালটা যেন অন্যভাবে হলো,,,, ,,,সকাল হওয়ার আগেই রুমির ঘুম ভেঙ্গে গেছে,,,,,, গতকাল ফোনটা আসার পর থেকেই মন মেজাজ খুব খারাপ,,,,,, সারা রাত ভালো করে ঘুম হয়নি একটা চিন্তাই বার বার রুমিকে অস্থির করছিলো ,,,,,,, কাল থেকে প্রচন্ড বৃষ্টিও হয়ে চলেছে ,,,,,,থামার কোন নাম নেই ,,,,,,,,আজ রুমির সাথে সাথে বর্ষাও যেন অঝড়ে কেঁদে চলেছে ওর ভিতরেও কি এত কষ্ট হচ্ছে ,,,,,,,, রুমিরও চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে ,,,,,,, চারিদিকে লকডাউন চলছে,,,,,কোথাও বাহির হতে হাজারবার চিন্তা করতে হয়,,,,, কোন কিছু আর ভালো লাগছে না,,,,,অন্য সময় হলে কবেই দৌড়ে চলে যেতো মা র কাছে,,,,,, কেন ঠাকুর তুমি এমন করলে,,,, বার বার যেন রুমির মনটা এই বলে কেঁদে উঠছে,,,,,,, বাবাকেও যে রুমি ও তার ভাই বোনরা বেশীদিন পাইনি,,,,,, ভগবান এত নির্দয় হতে পারে না,,,,,,কয়েক মাস আগেও মা কে ভালোই দেখে এসেছিলো,,,,,,,, মা কে দেখার জন্য মনটা খুব ছটফট করছিলো ,,,,,,,মা ও যে খুব খুশী হয়েছিলো রুমিক...