পোস্টগুলি

জুলাই, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মনের কষ্ট

প্রতিদিন সূর্যের লাল রঙ গায়ে  মেখে আকাশের ঘুম ভাঙ্গে ,,,,সেই সাথে রুমির ও ঘুম ভাঙ্গে ,,,কিন্ত আজ সকালটা যেন অন্যভাবে হলো,,,, ,,,সকাল হ‌ওয়ার আগেই রুমির ঘুম ভেঙ্গে  গেছে,,,,,, গতকাল ফোনটা আসার পর থেকেই মন মেজাজ খুব খারাপ,,,,,, সারা রাত ভালো করে ঘুম হয়নি একটা চিন্তাই বার বার রুমিকে অস্থির করছিলো ,,,,,,,  কাল থেকে প্রচন্ড বৃষ্টিও হয়ে চলেছে ,,,,,,থামার কোন  নাম নেই ,,,,,,,,আজ রুমির সাথে সাথে বর্ষাও যেন অঝড়ে কেঁদে চলেছে ওর ভিতরে‌ও কি এত কষ্ট হচ্ছে  ,,,,,,,,  রুমির‌‌ও চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে ,,,,,,, চারিদিকে লকডা‌উন চলছে,,,,,কোথাও বাহির হতে হাজারবার চিন্তা করতে হয়,,,,, কোন কিছু আর ভালো লাগছে না,,,,,অন্য সময় হলে কবেই দৌড়ে চলে যেতো মা র কাছে,,,,,, কেন ঠাকুর তুমি এমন করলে,,,,  বার বার  যেন রুমির  মনটা এই বলে কেঁদে উঠছে,,,,,,, বাবাকে‌ও যে রুমি ও তার ভাই বোনরা বেশীদিন পাইনি,,,,,, ভগবান এত নির্দয় হতে পারে না,,,,,,কয়েক মাস আগে‌ও মা কে ভালোই দেখে এসেছিলো,,,,,,,, মা কে দেখার জন্য মনটা খুব ছটফট করছিলো ,,,,,,,মা‌ ও যে খুব খুশী হয়েছিলো রুমিকে দেখে,,,,,,,  অনেক বছর আগে যখন মা র অপারেশন

আজ এই বর্ষা দিনে তুমি এলে

 এই বৃষ্টি ভেজা দিনে  রিনি ঝিনি নূপুরে  চুপি চুপি এলে তুমি  আমার মনের ঘরে  তোমার শীতল স্পর্শ  ছুঁয়ে গেলো হৃদয়ে তৃষ্ণার্ত হৃদয় ভেসে যেতে চায়  বৃষ্টি গায়ে মাটির সোঁদা গন্ধে  বাঁধন মানে না এই মন কাটাতে  চায় মনের ভেজা জানালায়  আরো কিছুক্ষন দ্বিধা দ্বন্দ্ব  যত আছে  থাক না পড়ে মনের ঘরে রিমঝিম বর্ষায  দেখি  তোমায় দুচোখ ভরে জমাট কান্না গুলো আজ  ধুয়ে যাক বৃষ্টির জলে তোমার অঝোড় ধারায় মরু হৃদয় ভেসে চলে।

সঙ্গী যখন তুমি

রিম ঝিম বর্ষায় অপরূপ শোভায় স্নিগ্ধ বারিধারায় ছুঁয়েছি তোমায় ঝর ঝর ধারাপাতে তোমার রূপের বাহার বৃষ্টি ভেজা দিনে সঙ্গী হলে তুমি আমার।

মেঘ বৃষ্টির খেলা

মেঘ বৃষ্টির খেলা আকাশে আজ বিষন্নতার  মেঘের ছায়া গোধূলী বেলায় সূর্য্যের  রক্তিম আলোর ছোঁয়া প্রকৃতির বুকে চলে  সৃষ্টির অপার‌  খেলা দূর গগনেতে নেমে আসে   রবির অস্তবেলা গোধূলীর রক্তিম আভা  কানে কানে বলে  যায়  আসবো আবার কাল সকালে  বলবো না বিদায়  চেয়ে দেখো গুরু  গুরু মেঘ  গর্জন করে আসছে ধেয়ে উত্তপ্ত দিনের শেষে প্রাণ জুড়াবে  শীতল পরশ পেয়ে।

বৃষ্টি ভেজা দিনে ছোটবেলার কিছু স্মৃতি

ভোর রাতে হটাৎ বৃষ্টি পড়ার আওয়াজে সুমিতার ঘুমটা ভেঙ্গে গেলো,,,,রাতেও আকাশটা পরিস্কার ছিলো কোন বৃষ্টির সম্ভাবনা ছিলোনা ,,,,,,,তাইতো জানালাটা একটু খুলেই ঘুমিয়ে ছিলো ফ্যানটা ছাড়তে পারে না  কারন পতি পরমেশ্বর উনার আবার একটু বাতের বেরাম আছে তাই রাতে ঘুমাতে গেলে একচোট হয়ে যায় এই ফ্যান ছাড়া নিয়ে ,,,,,,কি করবে  সুমিতার যে আবার ঘুম আসে না  গরমে,,,,,, তাইতো কাল রাতে জানালার  গ্লাসটা খুলে নেটটা লাগিয়ে ঘুমিয়ে ছিলো কে জানে সকাল সকাল বৃষ্টি নামবে,,,, কিন্ত এই বৃষ্টি যে থামার নয় একটানা হয়ে চলেছে ,,,,,,সুমিতার যেন আর ঘুমাতেও ভালো লাগছে না একবার ঘুম ভেঙ্গে গেলে বিছানায় আর থাকতে ভালো লাগে না,,,তাই উঠে ঠাকুর নমস্কার করে বাইরে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে বৃষ্টিরকে এমন ভাবে দেখছে যেন কত বছর পর এমন বৃষ্টি দেখছে ,,,, সত্যি কি ভালো লাগতো  ছোট বেলাতে যখন এমন বৃষ্টি হতো,,,,,,,বিশেষ করে সকাল বেলা এমন বৃষ্টি হতো আজ যেন আবার সেই পুরোনো দিন গুলোতে ফিরে গেলো,,,,, সেই কাথা মুড়ি দিয়ে শুয়ে থাকা  আর মনে মনে বলতো ঠাকুর আর‌ও বৃষ্টি দাও তাহলে স্কুল যেতে হবে না   স্কুল যাওয়ার রাস্তাতে প্রচন্ড জল জমে যেতো  কি করে

মূল্যবোধ

বিবেক মানবিকতা আজ হয়েছে বিলীন মানবিক মূল্যবোধ জ্ঞানের কথা মূল্যহীন ভাঙছে পরিবার বাড়ছে দূর্নীতি কমছে  সামাজিক মূল্যবোধ মনুষ্যত্বের পরাজয় হ্রাস পাচ্ছে চিন্তা শক্তি বোধ চিন্তা চেতনা শিক্ষা সংস্কৃতি ছিলো মূল্যবোধের    চাবিকাঠি  দুর্নীতি প্রতারণা প্রবঞ্চনা শোষণ স্বার্থপরতা  বাস্তবতার  লাঠি ক্ষমতাবানরা ক্ষমতার অপব্যবহার বিত্ত বৈভবের  গড়ছেন পাহাড় ছড়িয়ে পড়ছে ভয় আতঙ্ক লোভ আর হিংস্রতার  বলি হচ্ছে মানবিকতার পারস্পরিক শ্রদ্ধাবোধ মায়া মমতা সৌজন্যবোধ  আজ  লোক দেখানো মূল্যবোধের দেওয়াল ধসে পড়ছে  নানা অরাজকতায়  জীবন বিপন্ন অবুঝ শিশুদের সবুজ মনে নিষ্ঠুর অমানবিকতার  প্রতিফলন নিস্পাপ নিরপরাধ শিশুদের উপর  প্রতিশোধ এ  কোন সভ্যতার অনুকরণ আধুনিক উন্নত সমাজের ভদ্র শিক্ষিত মানুষ মূল্যবোধের  পোশাক দিয়েছে ছেড়ে পারিবারিক বন্ধন রীতিনীতি  অনুশাশন  শাসন মূল্যবোধ  আধুনিকতার অন্ধকারে।