পোস্টগুলি

আগস্ট, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ডাকবাক্স

✍️উমা মজুমদার ২৮/৮/২২ হাজার  মানুষের পথচলা তবুও  পথের ধারে  আছে  কবে থেকে একা সময়ের খোলসে রঙ বদল নতুন আবিষ্কার  প্রযুক্তির কল্যাণে ডাকবাক্সকে  ভুলে থাকা মুঠোফোনে ব্যস্ত সবাই রঙমাখানো জীবন   ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমেইলের জমানা অতীতে ছিলো সবার প্রিয় ধুলোমাখা ডাকবাক্স ছলছল চোখে স্মৃতিচারণ অপেক্ষায় দিন কাটেনা সময়ের আগে খবর পোঁছে  আবেগ অনুভূতি হারায় ইতি প্রীতি ভালোবাসা নিরোদ্দেশে ডাকবাক্স বাই বাই।

স্বাধীনতা তোমাকে চাই

স্বাধীনতা তোমাকে চাই.. স্বাধীনতা  তোমাকে জানাই শত শত কোটি প্রণাম পরাধীনতার শিঙ্খল  ভেঙ্গে পেয়েছি স্বাধীনতার নাম বহু বীর শহীদদের রক্তে কেনা আমাদের এই স্বাধীনতা স্বাধীনতার পঁচাত্তর বর্ষপূর্তি মহোৎসবের পূণ্যর্তীর্থ ভারতমাতা  স্বাধীনতা মানে ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস আমাদের ছোটবেলা  স্বাধীনতা মানে স্কুলের মাঠ পতাকা উত্তোলন  প্রতিযোগিতার খেলা স্বাধীনতা শব্দটির উচ্চারণে আমাদের প্রিয় জন  গন মন বন্দেমাতরম  স্বাধীনতা মানে ইতিহাসের পাতায়  কেঁদে উঠে বীর শহীদদের হাজারো নাম স্বাধীনতা মানে নয়  স্লোগান পতাকা হাতে মিছিল নয় একদিনের  শুধু দিবস পালন স্বাধীনতা  হোক ঘরে ঘরে  অধিকার সন্মানে মননে বিশ্বাসে হোক স্বাধীনতার পূনর্মিলন বৃটিষ শোষণ থেকে মুক্তি পেতেই কি ছিলো স্বাধীনতার আন্দোলন দেশপ্রেমিকের আত্মত্যাগ স্বাধীনতা কেনো আজ যন্ত্রণাজর্জর‌ অবস্থায় শোষক ও শোষিতের লড়াই চলে আসে  যুগ যুগ স্বাধীনতা আজ তুমি কোথায় ফিরে এসো আর‌ও একবার দেখিয়ে দাও স্বাধীনতা অক্ষরে অক্ষরে সততার আলিঙ্গনে শুদ্ধ হোক স্বাধীনতা অনাবিল মুক্ত হাওয়ায় বাঁচুক স্বাধীনতা মাথা উঁচু করে। 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

আমার বাবা

বাবা কতকাল হয়ে গেছে তোমায় দেখিনা তাই বলে তুমি  নেই কাছে সেটা কখনো ভাবিনা আছো তুমি হৃদয়ে আমার মনে প্রাণে প্রতি সময়ে  ধন্য আমি আমার জীবন তোমায় বাবা রূপে পেয়ে আমার বাবা আমার কাছে সবচেয়ে আপনজন বাবার মত এই জীবনে  আর  পাবোনা একজন তোমার ছত্রছায়ায় বেড়ে ধন্য হয়েছিলো  জীবন   ছিলো বুকে গভীর ভালবাসা সহজ সরল তোমার মন  তোমার শিক্ষা উপদেশ জীবনের মূলমন্ত্র করে রেখেছি  কঠিন সময়ে ভেঙ্গে না পড়ার জীবনে চলার সাহস পেয়েছি আসুক যত ঝড় ঝাপটা তোমার  আর্শীবাদে  চলবো এগিয়ে মায়ের শাসন তোমার  আদর ভালোবাসা সব কিছু দেয় ভুলিয়ে।

রাখীর বন্ধন

ভাই বোনের সম্পর্ক চিরন্তন রাখী ভাইয়ের রক্ষা কবচ   ভাইয়ের সন্মূখে সাজানো থালা ধূপধূনা প্রদীপ জ্বেলে  দীর্ঘায়ু কামনা ভাইয়ের দিদি বোনের  মঙ্গলকামনাতে শ্রাবনের পূর্ণিমা তিথিতে  ধর্মিয় অনুষ্ঠান রাখী বন্ধন বলে সংস্কৃতির হাত ধরে হাঁটছি মোরা আচার  রীতি মেনে  পালন করি উৎসব ঘরে ঘরে আনন্দ উল্লাসের মাধ্যমে একে অপরের গুরত্ব সন্মান ভালোবাসায় বাঁধা বন্ধনে  পবিত্র সুতোয়  বাঁধা রাখী অঙ্গীকার ও শপথের নামে।