স্মৃতির মোড়কে ঢাকা

স্মৃতিতে অম্লান বৃষ্টি ভেজা সকাল 
খুঁজে ফিরি  হারানো বৃষ্টির বিকেল 
কতকাল কেটে গেলো ভিজে না শৈশব
দমবন্ধ জীবন যাপনে হারিয়েছে সব
ইচ্ছে করে ছুটে চলি বৃষ্টিতে ব‌ই কাঁধে
কাদা মাখা শৈশব ভিজে একা একা মাঠে
সময় চলে নিজের মত বৃষ্টি আসে যায়
অচেনা লাগে সবকিছু একা সময় কাটাই
বয়স তো যাচ্ছে বেড়ে তবুও শৈশব খোঁজে
 মায়ের বকুনিতে আদর মাখা মনের মাঝে
বৃষ্টি হলে মনে পড়ে মুড়িমাখা পেঁয়াজ দিয়ে
মন কেমন করা খিচুড়ির গন্ধে শৈশবটা লুকিয়ে 
সাদা মাটা জীবনটা স্মৃতির আড়ালে কথা বলে
টুপটাপ বৃষ্টি ঝরে  ইচ্ছের নৌকা ভাসিয়ে জলে
স্মৃতি নিয়ে নাড়াচাড়া শৈশবকে  বাঁচিয়ে রাখা
ডাকলে পড়ে দেয় সাড়া স্মৃতির মোড়কে থাকুক ঢাকা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ