একান্ত আপনের জন্মদিন

এলো যে আবার  বছর ঘুরে  
একান্ত আপনের এই দিন।
কবিতা গানে গানে সাজবে আপন ঘরে
আনন্দ উল্লাসে ভরে উঠবে নতুন করে।
সে যে  মধুর এক মায়ার বাঁধন
মোদের অতি প্রিয় পরিবার একান্ত আপন।
দূরে থেকেও ন‌ইকো দূরে
পড়েছি বাঁধা বন্ধুত্বের ডোরে।
হাতে খুন্তি , শব্দ সাজাই কাগজ কলমে,
কাজের ফাঁকে সময় কাটায় নিত্যুনতুন গেমে।
বন্ধুত্বের বন্ধনে দৃঢ় হোক একান্ত আপনের পথ চলা
সকল বন্ধুদের জন্য আপন দরজা সদায় খোলা।
শুভ হোক একান্ত আপন তোমার জন্মদিন
শুভেচ্ছা শুভকামনায় ভরে উঠুক একান্ত আপনের এই দিন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ