ভুতের আজব কান্ড


কলমে...উমা মজুমদার
২২/১০/২২

বহুদিনের ইচ্ছে লিখি তাদের নিয়ে
একখানা কবিতা ভুত চতুর্দশীতে
ভুতের রাজা দিবে বর কবিতা খানা
পৌঁছাবে  যখন ভুতের রাজার হাতে

হটাৎ করে নিভলো আলো ঘরের 
শুরু হলো ভুতের আজব  যত কান্ড
ঘন কালো অন্ধকার বিচিত্র সব হাসি
হাত পা শক্ত হয়ে ভয়ে লেখা আমার পন্ড 

চোখ বড়বড় কালো কাপড়ে শরীর 
 মুখ আপাদমস্তক ঢাকা তাদের
নেমন্তন্ন পেয়েই ছুটে আসে মর্তে
 ভুত চতুর্দশীর আনন্দে বছরে একবার

অতিথি হয়ে থাকে যেখানে সেখানে 
কিছুদিন খায় দায় মানুষের শহরে 
দীপাবলির আনন্দে মেতে থাকে তারা
পেত্নি শাকচুন্নির মাতামাতি শহর জুড়ে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ