পোস্টগুলি

নভেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আশার আলো

সোনার চামচ মুখে নিয়ে  কেও বা জন্মে অট্টালিকায় ফুটপাতে জন্ম হয়ে,জীবন কাটে  পথের ধারে, অনাহারে অসহায জন্মটা অভাবে, শৈশব হারয়ে যায় পথে পথে ঘুরে কেটে যায় সারাদিন চাওয়া পাওয়া থাকে না মনে   দু  মুঠো  খেয়ে জীবন যাপন। মানুষ জীবন ধন্য,ধনী গরীব ভেদাভেদ মানুষ দোষ দেয় আপন ভাগ্যকে থাকেনা   পিছনে পরে গরীব বলে  স্বপ্ন নিয়ে এগিয়ে যায় লেখাপড়া শিখে।  বড় মানুষ হয় একদিন  প্রাণপণ চেষ্টায় ইচ্ছায় কি না হয় দারিদ্রতা হেরে যায় ।।

সহজ পাঠ

সহজ পাঠের  স্মৃতি, আজও মনের দ্বারে অ'তে অজগর আ' তে আম, চেনা অক্ষরে। মায়ের কোলে আদর খেয়ে, সকাল বিকেল যুগের হাওয়ায়  সহজ পাঠ   আজ সেকাল সহজ পাঠের চলতি ভাষা, বর্ণের সাথে পরিচয় রবিঠাকুরের অনন্য সৃষ্টি,সহজ পাঠ  স্মৃতিতে রয়।

ভাইফোঁটা

ভাইয়ের কপালে বোনের ফোঁটা   মিষ্টি বন্ধনের উৎসব পালন, ভাইফোঁটার উৎসব ঘরে ঘরে ভালোবাসায় গড়া মিষ্টি বন্ধন। অশক্ত শরীর ,বয়সের নেই যে বাধা  তবুও,ভাইয়ের মঙ্গল কামনায় ,দিবে ফোঁটা চন্দন কাজলের মঙ্গল  তিলক, দূর হবে আপদ  বিপদ ,বোনের ফোঁটায় যমের দুয়ারে পড়ে কাঁটা।

বসন্ত এলো যে

শীতের  ঝরা পাতা বিদায় বলে শেষে দখিন দুয়ার খুলে বসন্ত দাঁড়ায় এসে  নতুন বেশে প্রকৃতি সাজে ফুলে ফুলে ভ্রমর খেলে  পলাশ শিমুলে রং লাগে এলো রে বসন্ত ফাগুন বলে প্রেমের নেশায়  সুর বাজে সুর তোলে কোকিলের কহুতানে  আকাশে  বাতাসে  রঙ ছড়ায় বসন্তের  আগমনে ভালোবাসার রং নিয়ে রঙিন বসন্ত আসে যায় তবু‌ও হয় ন  রঙিন ,উদাসী মন ব্যর্থ ভালোবাসায়।