রাখীর বন্ধন
ভাই বোনের সম্পর্ক চিরন্তন রাখী ভাইয়ের রক্ষা কবচ
ভাইয়ের সন্মূখে সাজানো থালা ধূপধূনা প্রদীপ জ্বেলে
দীর্ঘায়ু কামনা ভাইয়ের দিদি বোনের মঙ্গলকামনাতে
শ্রাবনের পূর্ণিমা তিথিতে ধর্মিয় অনুষ্ঠান রাখী বন্ধন বলে
সংস্কৃতির হাত ধরে হাঁটছি মোরা আচার রীতি মেনে
পালন করি উৎসব ঘরে ঘরে আনন্দ উল্লাসের মাধ্যমে
একে অপরের গুরত্ব সন্মান ভালোবাসায় বাঁধা বন্ধনে
পবিত্র সুতোয় বাঁধা রাখী অঙ্গীকার ও শপথের নামে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন