একেই বৃন্তে দুটি ফুল
ভালোলাগা আর ভালোবাসা
দুটির অবস্থান দুই মেরুতে
ভালোলাগা না ভালোবাসা কে শ্রেষ্ঠ
শ্রেষ্ঠত্বের শিরোপা কবির কলমেতে
ভালোলাগা চায়না টাকা কড়ি
নেই কোন মনের মিথ্যে অজুহাত
ভালোবাসা চায় প্রতিশ্রুতি,সন্মান ,
অধিকারের মান দন্ড করে নির্নিত ।
ভালোলাগা মুক্ত খোলা আকাশ,
ক্ষনিকের আনন্দে তৃপ্তির ঢেঁকুর,
হৃদয়ের নেই কোন টানাপোড়েন
চলতে ফিরতে অনুভূতি ভালোলাগার।
ভালোবাসা খুঁজে বেড়ায় শক্ত হৃদয়
নিজের মনের উপর সদায় সচেতন
স্নেহ মায়া মমতার সুতোয় গাঁথে মালা
মালাকে ধরে রাখার দায়িত্ব করে বহন।
ভালোলাগা বলে উঠে, আমাতেই খুশি
দুঃখ যন্ত্রনার ভয় নেই আমাকে নিয়ে
ভাঙ্গা গড়ার খেলায় থাকিনা আমি মেতে
এক ফোঁটা খুশিতে ভালোলাগা যায় ছুঁয়ে ।
ভালোবাসার চোখে জল, কে বুঝবে তাকে
অনন্তকাল ধরে বয়ে বেড়ানোর নেশায় জন্ম
ভালোলাগার সুত্র ধরেই ভালোবাসার সৃষ্টি
একেই বৃন্তে দুটি ফুল, সৃষ্টির আড়ালে করে কর্ম।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন