আগমনী র সুর

আশ্বিনের শারদপ্রাতে বেজে 
উঠলো মায়ের আগমনী
 মা আসছে একটি  বছর পরে  
ছড়িয়ে  দিতে শান্তির বাণী

যাপিতজীবনের অবসাদ ক্লান্তি ভুলে
 মায়ের আবাহনে দিন হয় শুরু 
পূজোর গন্ধ চারিদিক ভেজা আকাশ
মেঘ কেনো করে গুরু গুরু 

মায়ের আসার পথ চেয়ে  
অপেক্ষারা গুনে প্রহর
ঢাক বাজে কাঁসর বাজে বাতাসে 
ভেসে আসে আগমনীর সুর

সকলের মুখে  ফোটাতে  হাসি 
বছর পরে  আসে মা বাপের বাড়ি 
মাতৃ আরাধনায় ব্যস্ত জগৎবাসী
শুভশক্তি প্রতিষ্ঠায় মঙ্গল ঘট স্থাপন করি

অসুরদলনী,পাপনাশনী জয় মা দুর্গা 
অশুভ শক্তির বিনাশকারী দুর্গা তোমার নাম
তুমি শিবজায়া হিমালয়দূহিতা দশভূজা
সংকটনাশিনী কৃপাময়ী তোমায় জানাই প্রণাম।🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ