আমাদের মাঝে রবীন্দ্রনাথ সব কিছুতে কবিকে সামনে পাই,,,
রবীন্দ্রনাথ যেন আমার খুব কাছের একজন মানুষ বলেই মনে হয়,,,, আমাদের প্রতিটা বাঙ্গালীর মনেই হয়তো সেই অনুভূতিটা আছে,,,,,,,,রবীন্দ্রনাথের প্রত্যেক কবিতা গল্প সব কিছুই যেন আমাদের জীবনের অনুপ্রেরণা,,,,, রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির কাছে এক বট গাছের মত,,,,,যাঁর দর্শনের ছায়া মেলে ধরেছে তাঁর উপন্যাস গান কবিতাগুলি,,, আর সেই সাহিত্যই জীবনের বিভিন্ন পদক্ষেপে আমাদের উজ্জিবীত করে চলেছে,,,, একটা সুখ হোক বা দুঃখ অবসাদ হোক প্রেম বা বিরহ সমস্ত ক্ষেত্রে জীবনী শক্তিতে প্রেরণা দেয় তাঁর লেখা,,,,,শুধুমাত্র একটি বিশেষ দিন নয় বাঙালি রবীন্দ্রনাথকে রোজ উদযাপন করে তাঁর লেখা কিছু বিশেষ লাইন সব সময় যেন আমাদের জীবনের সাথে মিলে যায়,,,,"যারে তুমি নীচে ফেল সে তোমারে বাঁধিবে যে নীচে" অহংকারের বশে মানুষ সত্যি একদিন মাটিতেই মিশে যেতে হয়,,,,,,,, রবীন্দ্রনাথ মানব জীবনে এমন কোন ভাব নেই এমন কোন ক্ষেত্রনেই বা এমন কোন চিন্তা নেই যেখানে তিনি বিচরণ করেননি,,,,, : তিনি মনে মনে দুঃখকেই যেন বেশি প্রাধান্য দিয়েছেন কারণ সংসারে যদি সুখের পরিমাণ বেশী থাকে তাহা হইলে মীমাংসার কোন সমস্যা থাকেনা জমা অপেক্ষা খরচ বেশী হইলে