"কষ্ট যদি দাও হে প্রভু, শক্তি দিও সহিবার" বিপুল এই সংসার দুঃখ কষ্ট হাসি কান্না ,,,,, সব আছে সমান সমান ,,,,,,,, চলেছে জীবনে একেই সাথে,,,,, সহিবার শক্তিও যে তিনি দিয়েছেন প্রভু পরমেশ্বর,,,,,,,,, বিষাদ ছুঁয়েছে আজ সকলের মনে ,,,, চরম পরিস্থিতির মাঝে জীবন আজ সংশয় কালবৈশাখী ঝড়ের মত এসেছে দুঃখের রাতটা,,,,,,,,,,,, আমরা জয় করবো আমাদের ধৈর্য্য শক্তির দ্বারা এই কালো রাতকে,,,,,,,,,, দুঃসময় মানুষকে ধৈর্য্য শক্তির পরিচয় নেয় ,,,,,, কালো অন্ধকারকে জয় করে আলোর পথে পা বাড়াতে শেখায়,,,,,,,,,, আজ দুঃসময়টা আমাদের জীবনে পরিযায়ী পাখীদের মত,,,,,,,,, এসেছে আবার চলেও যাবে,,,,,,, আমাদের জীবনে দুঃখ কষ্ট আসবে না শুধু আনন্দ খুশীতে থাকবো এটা আশা করাও ভুল,,,,,,,, কিছু দুঃখ কিছু কষ্ট জীবনের জন্য মাঝে মাঝে খুব প্রয়োজন হয়,,,,,, বিপদের সময় আমরা ভেঙ্গে যেনো না পড়ি,,,,,,, বিপদ বলে আসে না কথাটি খুবই পরিচিত ,,,,, বিপদ যেকোনো সময় আসতে পারে,,,,,, যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি সর্বশক্তিমান তিনি আমাদের সকল শক্তি ও সাহস দেবেন ,,,নতুন আলোর পথ ত...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন