ছন্দহীন জীবন
উদ্বেগ, আতঙ্ক ছাড়াই বেড়িয়ে পরা রোজ
লাগামছাড়া,হৈ হুল্লোড় পেটপুরে ভুরিভোজ
জনঅরণ্যে র সমুদ্রে জোয়ার এসেছে বর্ষবরণের
আনন্দ স্রোতে গা ভাসায় ,জন্মিলে মরিতে হবে ভয় কিসের।
পথে পরে থাকে অজস্র স্মৃতি দুঃখ বেদনার কষ্ট
অজ্ঞানতার অন্ধকারে পৃথিবীর চেহেরা অস্পষ্ট।
বেনাম অতিথি কড়া নাড়ে , অজানা ভয় মনে জাগে
উপহারে বেদনার ছবি, দমকা হাওয়া ঝড়ের বেগে।
হাসি কান্নার শব্দে নিঃশব্দে, সময় বয়ে যায়,কর্মে অটল
ঘন মেঘে আঁধার ঢাকে, মিটমিটিয়ে চায়, মিষ্টি তারার দল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন