স্বাধীনতা তোমাকে চাই
স্বাধীনতা তোমাকে চাই..
স্বাধীনতা তোমাকে জানাই শত শত কোটি প্রণাম
পরাধীনতার শিঙ্খল ভেঙ্গে পেয়েছি স্বাধীনতার নাম
বহু বীর শহীদদের রক্তে কেনা আমাদের এই স্বাধীনতা
স্বাধীনতার পঁচাত্তর বর্ষপূর্তি মহোৎসবের পূণ্যর্তীর্থ ভারতমাতা
স্বাধীনতা মানে ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস আমাদের ছোটবেলা
স্বাধীনতা মানে স্কুলের মাঠ পতাকা উত্তোলন প্রতিযোগিতার খেলা
স্বাধীনতা শব্দটির উচ্চারণে আমাদের প্রিয় জন গন মন বন্দেমাতরম
স্বাধীনতা মানে ইতিহাসের পাতায় কেঁদে উঠে বীর শহীদদের হাজারো নাম
স্বাধীনতা মানে নয় স্লোগান পতাকা হাতে মিছিল নয় একদিনের শুধু দিবস পালন
স্বাধীনতা হোক ঘরে ঘরে অধিকার সন্মানে মননে বিশ্বাসে হোক স্বাধীনতার পূনর্মিলন
বৃটিষ শোষণ থেকে মুক্তি পেতেই কি ছিলো স্বাধীনতার আন্দোলন দেশপ্রেমিকের আত্মত্যাগ
স্বাধীনতা কেনো আজ যন্ত্রণাজর্জর অবস্থায় শোষক ও শোষিতের লড়াই চলে আসে যুগ যুগ
স্বাধীনতা আজ তুমি কোথায় ফিরে এসো আরও একবার দেখিয়ে দাও স্বাধীনতা অক্ষরে অক্ষরে
সততার আলিঙ্গনে শুদ্ধ হোক স্বাধীনতা অনাবিল মুক্ত হাওয়ায় বাঁচুক স্বাধীনতা মাথা উঁচু করে।
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন