ডাকবাক্স
✍️উমা মজুমদার
২৮/৮/২২
হাজার মানুষের পথচলা তবুও
পথের ধারে আছে কবে থেকে একা
সময়ের খোলসে রঙ বদল নতুন আবিষ্কার
প্রযুক্তির কল্যাণে ডাকবাক্সকে ভুলে থাকা
মুঠোফোনে ব্যস্ত সবাই রঙমাখানো জীবন
ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমেইলের জমানা
অতীতে ছিলো সবার প্রিয় ধুলোমাখা ডাকবাক্স
ছলছল চোখে স্মৃতিচারণ অপেক্ষায় দিন কাটেনা
সময়ের আগে খবর পোঁছে আবেগ অনুভূতি হারায়
ইতি প্রীতি ভালোবাসা নিরোদ্দেশে ডাকবাক্স বাই বাই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন