চোখ কান খোলা রেখে


সত্যে মিথ্যে র গল্প রচে
কতনা দামে বাজারে  বেচে
কানে শোনা চোখে দেখা হয় কি সব সত্যি
সত্যহীন বাজারে মিথ্যে কেনে ব্যাগ ভর্তি
কে সত্য কে মিথ্যে আসলটা কে বা জানে 
মিথ্যের মুখরোচক গল্প সকলে নেয় মেনে
বিবেক মনুষ্যত্ব মিথ্যের কোলে আশ্রয় নেয়
সত্যকে আড়াল করে মিথ্যে আগে পোঁছায়
যেখানে দেখো সেখানে মিথ্যের জয় জয়কার
সত্যকে চলতে হয় একা তবেই মিলে তার পুরস্কার
তাইতো বলে চোখ কান খোলা রেখে সত্যের পথ চেনো
মিথ্যের  সাজানো পথে  মুখ থুবড়ে পড়ো না যেনো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ