সবুজের ব্যথা
বয়সের ভারে জীর্ণ দীর্ঘাঙ্গী আছো দাঁড়িয়ে
রক্ত ঝরে তোমার শরীরের ধারালো অস্ত্রের ঘায়ে
প্রাণ আছে যার কে বুঝিবে হায় বৃক্ষের ব্যথা
প্রকৃতি আজ রুষ্ট শোনেনা কেও তাদের কথা
পেটের দায়ে করে কর্ম দোষ কি তার আছে
বারে বারে আঘাত হানে তোমারি বৃক্ষ মাঝে
কাঠফাটা রোদে বসেছে কত তোমারি ছায়াতলে
স্বার্থান্বেষী মানুষ তবুও কাটে গাছ লোভের বলে
মাঠ ঘাঠ জলাশয় মরুভূমি প্রকৃতির করুন পরিনতি
নদী নালা ভরাট আধুনিকতার ছোঁয়ায় সবুজ প্রকৃতি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন