ভালোলাগা বলে কয়ে আসেনা
ভালোলাগা বলে কয়ে আসেনা .... হটাৎ বিরক্তিকর গরমটাতে বৃষ্টি ভেজা সকাল টা পেয়ে মনটা শান্ত শীতল ভালোলাগা উপভোগ করেছিলাম। আজ দুদিন ধরে আবার গরমের রেশটা সব ভালোলাগাকে উড়িয়ে নিয়ে চলে গেলো। খুব সকালে উঠার অভ্যাস টা অনেকদিন হয়েছে চলে গেছে,,,কোন ব্যস্ততা না থাকলে যা হয় । আজ সকালবেলা ঘুম থেকে উঠে একটা অপূর্ব ভালোলাগা মনটাকে আবার ছুঁয়ে গেলো। এ কোন ব্যক্তি বিশেষে ভালোলাগা নয়। এ ভালোলাগা কোন কিছুর সাথে তুলনা করা যায়না। মনটা একদম খুশি তে ভরে গেলো এ এক পরম পাওয়া। অনেকক্ষন ধরে সে ভালোলাগাটাকে মন ভরে অনুভোব করলাম । আমার ফ্ল্যাটের পাশেই কয়েকটা বড় বড় গাছ আছে । গাছ গুলোকে কয়েকদিন আগে বাড়ীর মালিক ছেটে দিয়েছে। কিছু সবুজ ডাল পালা গাছে নতুন করে আসছে।দেখতেও ভীষন ভালো লাগে ,,,একদম সবুজ রঙের। অনেক্ষণ থেকেই মধুর স্বরে একটা পাখি অনবরত ডেকে যাচ্ছে।আমি শুয়ে শুয়ে সেই ডাকটা শুনছিলাম। আর কি যে অপূর্ব ভালো লাগছিলো যে আমি বোঝাতে পারবো না। কিছুক্ষণ পরে উঠে পড়লাম। জানালার পর্দাটা সড়িয়ে দেখার চেষ্টা করল...