পোস্টগুলি

ডিসেম্বর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জীবনের রং

বিস্তির্ণ আকাশ মনের খোলা জানালা রংধনুর সাতরঙে ইচ্ছেদের ডানা মেলা দূর দিগন্তে স্বপ্নরা ছুটে মেঘের হাত ধরে চাওয়া পাওয়ার হিসেব বাস্তবতার ভীড়ে শহরের কোলাহলে সহস্র শব্দের গল্প কথা ক্ষত বিক্ষত মন ভরে দেয় কবিতার  পাতা নিস্তদ্ধ রাত সঙ্গী হয় একাকিত্বের ব্যাথায় জীবনের সত্য মিথ্যা  সময়ের কাঠগড়ায় চেনা পৃথিবীর অচেনা মানুষ মেপে কথা বলে হারানো দিনের বোঝা নিয়ে স্মৃতি বয়ে  চলে মনের ছেঁড়া পাতায়  নতুন  শব্দের করি খোঁজ সৃষ্টির খেলায় অটল দিন রাত্রি আসে রোজ।

আসছে দুই হাজার একুশ

বছর আগে এসেছিলে দু হাজার বিশ এমন এক রাতে অভিশপ্ত সেই রাত একটি বছর খেলেছো জীবনের সাথে অনেক হলো প্রাণ নিয়ে খেলা  এবার তুমি  নাও বিদায় বেদনার স্মৃতিগুলো মুছে দিতে চাই আগামীর প্রত্যাশায় প্রতিদিন যাচ্ছে কত প্রাণ মৃত্যুর শহরে বেঁচে আছি রাতদিন শুধু বাঁচার লড়াই  নতুন আশায় বুক বাঁধছি দুঃখ নেই মনে আজ এতটুকু তোমায়  বিদায় জানাতে বিষ মুক্ত হবে আকাশ বাতাস নতুন এক প্রভাতে দুঃস্বপ্ন ভেবে ভুলে যাবে সকলি তোমায় বিদায় জানিয়ে বাঁচবে  আবার  নতুন করে আশার আলো জ্বালিয়ে আসছে  দু হাজার একুশ আনন্দ খুশীর ঝোলা বয়ে সান্টার হাত ধরে নাচবে সবাই পুরোনো স্মৃতি ভুলে গিয়ে।

ছোটবেলা

ছুটি ছুটি বলে না কেও  বাজে না ছুটির ঘন্টা নিত্য নৈমত্তিক  একঘেয়ে  উদাসী জীবনটা চিৎকার করে বলি আয়না  ফিরে আর‌ও একবার কাটাই  তোর সাথে সব ভুলে  ছুটির দিন আবার কি করে বলি তোকে আজ যে   শুধু ছুটি ছুটি ব‌ইপত্রের পাট চুকিয়ে  তোকে ছাড়া দিন কাটি অলস দুপুরে খুঁজে ফেরি  টিফিনের সেই আধাবেলা চলতে চলতে শেষবেলায়  খেলছি শুধু লুকোচুরি খেলা গোধুলী রং মেখে উদাসী বিকেল স্মৃতিতে শৈশব খোঁজে বড় হ‌ওয়ার নেশায় ধূলোমাখা পথে  একলা ফেলে গেছে গতানুগতিক পথ স্মৃতির ভান্ডারে  তাকে খুঁজে চলেছি তুই যে বড় আদরের সব পেয়েও  আজ তোকে হারিয়েছি।

আঁধার আলো

সৃষ্টির ওপারে  আঁধার আলোর অন্তহীন খেলা ঘরের বধু জ্বালবে প্রদীপ অপেক্ষায় সাঁজ বেলা ধূলো  পথে ফিরছে পথিক আপনজন ফিরবে ঘরে ঠিক পাখীরা ফেরে আপন কুলায় আলোর অপেক্ষা ভোরবেলা।

ছুটি ছুটি

ছুটি ছুটি বলে না কেও বাজে না ছুটির ঘন্টা নিত্য নৈমত্তিক  একঘেয়ে উদাসী জীবনটা চিৎকার করে বলি আয়না ফিরে একবার কাটাই  তোর সাথে ছুটির দিনটা  আবার কি করে বলি তোকে আজ শুধু ছুটি ছুটি ব‌ইপত্রের পাট চুকিয়ে তোকে ছাড়া দিন কাটি।