পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হৃদয়ের কথা

না বলা কথা আজ‌ও জমে আছে হৃদয়ের পাতায় নীরব ভালোবাসার ছোঁয়া  হৃদয়ে বয়ে বেড়ায় পারেনি বলতে কখন‌ও  ভালোবাসে তোমায় এই অবুঝ মন পথ চেয়ে ভালোবাসার আশায় মিথ্যে ভালোবাসার খেলা হৃদয়ে দেয় বড় ব্যাথা ভালোবাসা  আসে চুপি চুপি বলে যায়  মনের  কথা ঝরা ফুলের পাপড়ি ঝরে যায় মৃদু গন্ধ ছেড়ে যায় মাটিতে ভালোবাসার ছোঁয়া সর্বক্ষন হৃদয়ে খেলা করে মনের সাথে।  

ভালোবাসা শরতের

একদিন ছিলো বর্ষা সকলের হৃদয়ে চায়না দেখতে আজ  শরতের আকাশে প্রয়োজন হলেই   সবাই বর্ষাকে ডাকে চুপি চুপি শরৎ এসে হাজির বর্ষার পাশে বর্ষা সে যে চলে যাওয়ার  ছিলো কথা তবুও  বসে আছে  মেঘলা আকাশ জুড়ে সিংহাসনের লড়াই চলছে মেঘের আড়ালে শরতের ভালোবাসার কাছে  বর্ষা যায় হেরে দুজনের বন্ধুত্বে হয়  আকাশ ঝলমল সাদা কালো মেঘ ভেসে বেড়ায় নীলকাশে রৌদ বৃষ্টি নিয়ে মেতে থাকে দুজনে প্রকৃতির বুকে বর্ষাও শরতের অপরূপ শোভায় যেতে চায় ভেসে শরতের ভালোবাসা ছড়িয়ে পড়ে দিক দিগন্তে শিউলির সুভাস শরতের নির্মল বাতাসে ভেসে বেড়ায় আকাশে বাতাসে ভেসে আসছে  আগমনীর গান কাশের মেলা সেজেছে মাঠে শরতের ভালোবাসায়।

শিক্ষক দিবস

জীবনের  প্রথম গুরু  মা বাবা তাদের  হাত ধরে জীবনের   শিক্ষা নেওয়া কথা বলা হাঁটতে শেখার হাতে খড়ি বড়দের প্রতি শ্রদ্ধা ভক্তি শিক্ষার প্রথম  জ্ঞান জীবনের প্রথম পাঠ পড়া মা র থেকেই হয় শুরু তাঁদের কে জানাই  অন্তরের গভীর শ্রদ্ধা অতীতের পাতায় আজ‌ও আছেন   যাঁরা যাঁদের শিক্ষায় হয়েছি আজ এতো বড় তাঁরা‌ই দিয়েছেন জ্ঞানের মূল মন্ত্র প্রিয় শিক্ষক শিক্ষিকা তাঁরা  আছেন এখন ও হৃদয়ের উচ্চ আসনে শিক্ষক বিহীন  শিক্ষা জীবনে লক্ষহীন জাহাজের মত অজ্ঞানতা দূর করে আলোর পথে নিয়ে যান এক শিক্ষক এই জীবনে জানার  যে নেই শেষ যত‌ই দেখি তত‌ই শিখি জীবন এক পাঠশালা শিক্ষকের স্থান জীবনে সবার উপরে  ছিলো এক সময় এখন শিক্ষকের মর্যাদা সন্মান সবেই  আজ হচ্ছে ভুলন্ঠিত নেই সেই সহজ সরল শিক্ষাব্যবস্থা শিক্ষকের সেই মহান উদারতা আজ শিক্ষা ও  শিক্ষক দুইয়েই  যেনো টাকায়  বিরাজমান তবুও যে সে শিক্ষক  সকলের জীবনের শিক্ষা গুরু প্রেরনা পথ দেখায় জীবনকে উজ্জল ভবিষ্যতের দিকে শিক্ষক শিক্ষা জীবনের পাথেয় আজ এই মহান শিক্ষক দিবসে  সকল শিক্ষক যেনো পায় তাঁদের সন্মান ও পূর্ণ্য মর্যাদা।

মা যে সবার

সাদা মেঘের ভেলা সেজে উঠেছে  মা কে নিয়ে যেতে হবে বাপের বাড়ী শিউলি বিছানো পথ দিয়ে মা হেঁটে  যাবে কাশ মেলা মা য়ের বন্দনায় দাঁড়িয়ে আছে রূপের রানীতে সেজে প্রকৃতিও নেচে যাচ্ছে শরতের স্নিগ্ধ বাতাসে সবার বায়না উৎসবের এই কয়টাদিন যেনো  বর্ষাকে না দেখি শরতের পাশে মায়ের অপেক্ষায় উৎসবের আর কয়টা দিন বাকী কোটি টাকার প্যান্ডেল সেজেছে আলোয়  দুগ্গা মা থাকবে কয়দিন সেখানে পথের ধারে এক মা ভিক্ষের বাটি নিয়ে  ছিঁড়ে ফাটা কাপড়ে কাটায়  দিন প্রোতিযোগিতা চলে প্যান্ডেলে মায়ের চরণ ধূলায় মোবাইলে  মায়ের সাথে  সেলফি তুলতে ব্যাস্ত সবাই পূজোর বাজার চলছে বড় দোকান আর মলে  এত খুশীর মাঝেও কষ্ট হয় মনে যাদের ঘর বাড়ী বন্যার জলে গেছে ভেসে কেও বা আশায় থাকে মা আসছে নিশ্চিন্তে  খাওয়া জুটবে কয়দিন মা আসে সকলের কাছে তবুও দুঃখ হয় কখন‌ও মা কি পারে না তাদের দুঃখ দূর করতে অনাহারে  অসহায়ে দিন কাটায় যারা  তাদের ও যে ইচ্ছে হয় মা কে নিয়ে আনন্দ করতে।