ধনী গরীব
একেই শরীরে একেই রক্ত মানুষের ভেদাভেদ মনে
ধনী গরীব আসা যাওয়া একজনের হাতে সেই জানে
ধনী থাকে অট্টালিকায় সুযোগ সুবিধা আছে সবেতে
পেটের জ্বালা মেটায় পথে পথে ঘুরে রাত কাটে শুয়ে ফুটপাতে
রাতদিন খেটে খাওয়া গরিব সখ সৌখিনতার কি বোঝে
নামী দামী রেষ্টুরেন্ট কাপড় চোপড় ধনীকেই তো সাজে
নুন আনতে পান্তা ফুরায় ক্ষুধার্ত গরিবের পেটের জ্বালা
গরিবের সঞ্চয়ে ধনীর অপচয় কুকীর্তির যত রঙ্গশালা
ধনীরা উড়ায় দুহাতে টাকা গরিবের ঝুলিতে দুটি টাকা
গরিবের খাতায় লিখেছে নাম অসহায় হয়ে বেঁচে থাকা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন