পোস্টগুলি

জুলাই, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ধনীর বিলাসিতা

দিয়ে গেছে  কত উপদেশ বানী জ্ঞানী গুণীজন  জীবনে চলার পথে মেনে চলা অতি প্রয়োজন। স্বার্থপর দুনিয়া নিজের কথা ভেবে লোভে মরে দুর্নীতি  দুরারোগ্য ব্যাধিতে ধনীকে আক্রান্ত করে।  ক্ষুধার্ত অসহায় গরীবের ছুটাছুটি দিনরাত পথে লোভে পাপ পাপে মৃত্যু সে কথাটি যদি রাখে গেঁথে। নুন আনতে পান্তা ফুরায় গরীবের ক্ষিদে অল্পতে মেটে ধনীর পেট টাকায় ভরে ভোগ বিলাসে রাতদিন কাটে। চাই চাই আরো চাই গরীবের টাকায়  ধনীর বিলাসিতা গরীবের বাঁচা মরা ধনীর হাতে সময়  বলেনা সে কথা।

মাছে ভাতে

নয় যে ট্যাংরা চুনোপুঁটি   চেয়ে দেখে বার বার কাতলাকে আগলে বুকে খুশিতে ঝলমল চেহেরা তার । সারাদিনটা  গেলো কেটে পুকুর পাড়ে ধরতে গিয়ে মাছ ভাগ্যটা  উদয় হলো কাকার  কাতলাটা ধরা দিলো আজ। ফুটলো হাসি গিন্নি র  মুখে  কাতলা দেখে আমার হাতে বাচ্চারা হলো বেজায় খুশি  কতদিন খায়না মাছে ভাতে।

মনের বাসনা

নীল আকাশে মেঘের দেশে            যাসনা  আর   উড়ে,   মনের খাঁচায় বাঁধবো তোকে              থাকবি হৃদয় জুড়ে।    খাঁচায় বন্দী মন পাখি            মুক্ত আকাশ চায়, বাঁধন ছেঁড়া বনের পাখি              আনন্দে পথ হারায়।        অতৃপ্ত বাসনা প্রানে লয়ে                            বেঁচে থাকার লড়াই।  শিকল বাঁধা মন পাখি                     সঙ্গী হবে তোর নীল আকাশে আলোর ধারা                              যাবে উড়ে বহুদূর   তোর আশাতে পথ  চেয়ে                    আসবি তুই যখন সকল বাঁধন মুক্ত করে                    উড়বো মোরা দুজন।

অভিমানী কথারা

মনের কথা মনেই রয় দোষ যে কার‌ও তা নয় নিজের দোষে নিজে মরি বসে সময়ের অপেক্ষা করি বললে পরে তুমি হলে মন্দ তার চেয়ে থাক মুখটা বন্ধ মনের সাথে মনের দ্বন্দ্ব চলে চুপকথারা হৃদয়ে অশ্রু ফেলে কত কথা আজও হয়নি  বলা জীবনের বাটে কাটাকাটি খেলা।

স‌ইতে হয় কখনো

ক্ষতদের আর্তনাদ চায়না বারবার হেরে যেতে কখনো স‌ইতে হয় মনের সান্তনা কবিতার পাতাতে বুঝতে পারেনা  আজ‌ও সমীকরণে কোথায় ভুল সততার আভূষণে থাকায় কি তার হিসেবে অমিল  সরল অংক নয় সরল নিজের মত সকলকে  ভাবা যত‌ই  খোঁজো সমাধানের পথ গ্রাস করে জটিল থাবা  করলে হার স্বীকার জয়টা লুকানো সত্যের বিশালতায়  আত্মত্যাগে প্রশান্তি শক্তির সঞ্চার হৃদয়ের গভীরতায় ।

দুই মেরু

 প্রযুক্তির জয়জয়কার জীবন  ধারনে একাল সেকাল সময়ের পরিবর্তন বিজ্ঞানের অগ্রগতি অত্যাধুনিকে সময়ের হাল চিন্তা বুদ্ধি ভার্চুয়াল জগত মোবাইলে ব্যস্ত নতুন প্রজন্ম সময়ের সাথে বিলুপ্তির পথে তবুও কার‌ও কাছে সংবাদপত্র  জীবনের মাধ্যম ।

আঘাতের লাঠি

উমা মজুমদার ১০/৭/২২ যাপিত জীবন কাঁটায় ভরা  দুঃখ অপমানের গাঁটছড়া জীবনটা নয় অতটা সহজ ঘাত প্রতিঘাত পার করে রোজ কথার আঘাত অন্তরে গিয়ে লাগে বুকে চেপে আঘাত আগুন জ্বলে  চোখে আঘাতের লাঠি দেখাবে পথ বাঁচার  মাথা উঁচু করে একটি আঘাত জীবনকে সঠিক পথ  দেখাতে পারে আঘাত হানে আনুক লোকের  বলা বলুক সে আঘাতকে  হাতিয়ার করে জীবন জয়ী হোক।

মনের কথা

১হাইকু আঁধার রাত  স্বপ্নের ছেঁড়াকথা    ফেরারী মন ২) ভাঙ্গা গড়ার    বেহিসেবী জীবন        গল্প সাজায় ৩)স্মৃতির কান্না বাস্তবতার স্রোত      অতীত খোঁজে ৪)ইচ্ছেরা ডাকে         রামধনুর নীল             স্বপ্ন মিছিল ৫) উচ্ছিষ্ট জল          নীশিথের রাত                   আতঙ্ক মন   ৬) প্রেমিক মন         মৌমাছি র গুঞ্জন                 হৃদয় ভাঙ্গে ৭) পথিক জানে         পথের আত্মকথা ধূলিকণা                ৮)চাঁদের আলো  শব্দের ঘোরাফেরা    মনের পাতা ৯) শীতল বারি বেদনার আকাশে আসুক ঝেঁপে ১০) মন রঙীন বসন্ত কথা বলে কোকিল ডাকে

স্মৃতির মোড়কে ঢাকা

স্মৃতিতে অম্লান বৃষ্টি ভেজা সকাল  খুঁজে ফিরি  হারানো বৃষ্টির বিকেল  কতকাল কেটে গেলো ভিজে না শৈশব দমবন্ধ জীবন যাপনে হারিয়েছে সব ইচ্ছে করে ছুটে চলি বৃষ্টিতে ব‌ই কাঁধে কাদা মাখা শৈশব ভিজে একা একা মাঠে সময় চলে নিজের মত বৃষ্টি আসে যায় অচেনা লাগে সবকিছু একা সময় কাটাই বয়স তো যাচ্ছে বেড়ে তবুও শৈশব খোঁজে  মায়ের বকুনিতে আদর মাখা মনের মাঝে বৃষ্টি হলে মনে পড়ে মুড়িমাখা পেঁয়াজ দিয়ে মন কেমন করা খিচুড়ির গন্ধে শৈশবটা লুকিয়ে  সাদা মাটা জীবনটা স্মৃতির আড়ালে কথা বলে টুপটাপ বৃষ্টি ঝরে  ইচ্ছের নৌকা ভাসিয়ে জলে স্মৃতি নিয়ে নাড়াচাড়া শৈশবকে  বাঁচিয়ে রাখা ডাকলে পড়ে দেয় সাড়া স্মৃতির মোড়কে থাকুক ঢাকা।

ভালোবাসার ঘরে

কি ভুলের মাশুল দিলে,, ,আহামরি কিছুই তো চাইনি‌,,,। আমার চাওয়াটা ছিলো কি খুব বড় ,একটু ভালোবাসায় তো চেয়েছে,,তাতে যে এতো টা দাম দিতে হবে সেটা কখন বুঝতে পারেনি। আজ দেখি ভালোবাসায় ভালোবেসে লাল টকটকে গোলাপ দেওয়া হয় ,,  এটা কি ভালোবাসার পরিচয় প্রমাণ পত্র ,আমি যে তোমাকে কতটা ভালোবাসি,,, কিন্ত্ত আমার কাছে ভালোবাসার মানে ছিলো ,ছোট ছোট আনন্দ খুশী,, সেগুলোতে ভালোবাসা খুঁজে নিয়েছিলাম,,,,,না  কখনো ভালোবাসার জন্য  কখন কোনো প্রমাণ পত্র বা  ফুল চাইনি।  আজ দেখি ভালোবাসায়  অনেক কিছু আবদার করে ,,,,কি কি না চায়,, তবে কি  যুগের  সাথে ভালোবাসার রূপ রঙ চাওয়ার পরিধি সব বদলে গেছে নাকি,,,নাকি  মন গুলো দূষিত শহরের আবহাওয়ায় থেকে পবিত্র ভালবাসাক কে উপলদ্ধি করার ধারন  ক্ষমতা চলে গেছে। রাগ অভিমানে ভালোবাসার মান বাড়ে এতোদিন সেটা জেনে এসেছি,,,  ভালোবাসাকে তেমন করে কোনদিন বেঁধে রাখতে ও শিখিনি,,,,যেটা নিজের সেটাকে কেনো আগলিয়ে রাখতে হবে,,,,, শব্দের কটাক্ষে আজ ভালোবাসা অপমানিত হয় বারে বারে।  আমার সবটুকু দিয়ে ভালোবেসে ছিলাম ,, বিশ্বাসের উপর ভর করে চলতে চেয়েছিলাম,,,, সময়  বদলানোর সাথে সাথে ভালোবাসার প্রদীপ