আমার বাবা
বাবা কতকাল হয়ে গেছে তোমায় দেখিনা
তাই বলে তুমি নেই কাছে সেটা কখনো ভাবিনা
আছো তুমি হৃদয়ে আমার মনে প্রাণে প্রতি সময়ে
ধন্য আমি আমার জীবন তোমায় বাবা রূপে পেয়ে
আমার বাবা আমার কাছে সবচেয়ে আপনজন
বাবার মত এই জীবনে আর পাবোনা একজন
তোমার ছত্রছায়ায় বেড়ে ধন্য হয়েছিলো জীবন
ছিলো বুকে গভীর ভালবাসা সহজ সরল তোমার মন
তোমার শিক্ষা উপদেশ জীবনের মূলমন্ত্র করে রেখেছি
কঠিন সময়ে ভেঙ্গে না পড়ার জীবনে চলার সাহস পেয়েছি
আসুক যত ঝড় ঝাপটা তোমার আর্শীবাদে চলবো এগিয়ে
মায়ের শাসন তোমার আদর ভালোবাসা সব কিছু দেয় ভুলিয়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন