ভালোবাসার রং
মন যে বোঝেনা ভালোবাসা কারে কয়
প্রেমের যাঁতাকলে ভালোবাসা বোবা রয়
জীবনে চলার পথে ভুল ভ্রান্তি পথ দেখায়
উপরটা দেখে কি মনের ভিতরটা বোঝা যায়
জগতটা গোলকধাঁধা ভালো থেকে মন্দ ভালো
সাদা কালোর ভেদাভেদে ভালোবাসার রং কালো
ভালোবাসার হৃদয়টা থাকনা ভালোবাসার জন্য
ভালোবাসাকে ভালোবেসে জীবনটাকে করো ধন্য।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন