ভালোবাসার রং

মন যে বোঝেনা ভালোবাসা কারে  কয়
প্রেমের যাঁতাকলে ভালোবাসা বোবা রয়
জীবনে চলার পথে ভুল ভ্রান্তি পথ দেখায়
উপরটা  দেখে কি মনের ভিতরটা বোঝা যায়
জগতটা গোলকধাঁধা ভালো থেকে মন্দ ভালো
সাদা কালোর ভেদাভেদে ভালোবাসার রং কালো
ভালোবাসার হৃদয়টা থাকনা ভালোবাসার জন্য
ভালোবাসাকে ভালোবেসে জীবনটাকে করো ধন্য।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ