পোস্টগুলি

আগস্ট, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মানবিকতার মহামারী

কয়েকদিন আগেও আমরা এক বিষাক্ত আবহাওয়ার  সাথে প্রাণপণ যুদ্ধ করেছিলাম নিজেদের প্রাণ বাঁচানোর  জন্যে ,,,একফোঁটা প্রাণ বাঁচানোর জন্যে কি কি না করতে হয়েছে আমাদের ... আজ ও সে সময়টার কথা ভাবলে প্রাণের জল শুকিয়ে  যায় ভয়ে...  সকলের প্রচেষ্টায় আর ঠাকুরের আর্শীবাদে করোনার ভেকসিনে আমাদের প্রাণ রক্ষা পেলাম.... একদিন সকলকে যেতে হবে এই পৃথিবী ছেড়ে  তথাপি মৃত্যু যখন সামনে এসে দাঁড়ায় তখন আমরা সকলে  মৃত্যু ভয়ে দিশেহারা হয়ে যায় .... বাঁচার প্রাণপণ চেষ্টা... মানবিকতা মনুষ্যত্ব  বিবেক বিবেচনা অনুতপ্ত অনুশোচনা মনুষ্য জীবনের কতগুলো পোশাকি নাম,, আরও এমন অনেক ভালো ভালো  শব্দ আছে  দয়া ,মায়া,শ্রদ্ধা সন্মান, ভালোবাসা  আরও কতকি সেগুলো শুনতে ভীষন ভালো লাগে ,,,,,সেগুলো  তখনেই ভালো লাগে শুনতে যখন এগুলোকে আমরা  সঠিক সময়ে সঠিক জায়গায় কাজে লাগাতে পারি ,,,,আমাদের মুখে মুখে এই শব্দ গুলো চলতে থাকে কথা বলার মত.. তবে এই শব্দ  গুলো সত্যি সকলের জন্য নয়, ,,মানুষের জন্য এই শব্দ গুলো হলেও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই শব্দ গুলো জীবনে অপ্রয়োজন বলে জীবন থেকে ছুঁড়ে ফেলে দেয়... মানবিকতা ছেড়ে  অমানবিকতার জীবন

রাখীর উৎসব

✍️উমা মজুমদার ৩০/৮/২৩ ভাই বোনের ভালোবাসা ও অটুট  সম্পর্কের উৎসব রাখী বন্ধন বোন পড়ালো রাখী ভাইয়ের  হাতে মঙ্গল ধ্বনিতে সেই শুভক্ষণ বছর ঘুরে এলো পবিত্র  উৎসব শ্রাবণী পূর্ণিমায় ভাইবোনের সম্পর্কের  বন্ধন পবিত্র ভালোবাসায় বেঁধে দেয় বোনেরা পবিত্র  সুতো ভাইয়ের হাতে রক্ষা কবচ হয় ভাইয়ের   বোনেদের মঙ্গল কামনাতে ঘরে ঘরে পালিত উৎসব  নিয়ে আসে খুশির বাহার ভালোবাসার এই বন্ধন  ভাইয়ের শপথ বোনের উপহার।

পরিযায়ী

পরিযায়ী মন...      চলো বসি.আজ যত মান অভিমান নিয়ে এলাম তোমার কাছে  সেও যে  চায়না শুনতে .....কোথায় সময় তার এতো আছে....  সময়ের ঘরে  নেই প্রয়োজন কোন হিসেব নিকেশের খাতা  আমার সময় এমনিতেই বড় দামী  যতসব স্মৃতির ঝরাপাতা ..... কেনো অযথা ঝড় তুলো এইসব নিয়ে ঝেড়ে ফেলো মন থেকে ঝড় না তুলে উপায় কি? ভেবে ভবে অশ্রুর বন্যা বয়ে যায় চোখে....  যখন ফিরিয়ে দাও তখন তো পুরো সুদে আসলের খাতায়   অপ্রাপ্তির ভাগে সব সময় গরমিল টা  রয়ে যায় জীবনের পাতায়.... যখনেই বন্ধু ভেবে করতে যাই ভাব স্মৃতির ঝাঁপি খুলে কথার জাল বুনি চোরাপথ ধরে হেঁটে চলি ..... রঙিন বাক্সে হারানো  সময়কে ফিরিয়ে আনি...... তখনই উল্টে আমার দিকে বড় বড় চোখ বলে... শুধুই স্মৃতির জাবরকাটা  এ অলীক কল্পনা ছাড়া আর  কিছুই না ,,মেনে নাও জীবনের আসল রূপটা..... জীবন এক কাঁটাময় যাত্রা যেতে হবে বহুদূর.... তোমরা সাজাও গল্প কথা কাব্যে দিবস রজনী পার হয়ে যায় ...সময় সে তো  ছুটবে এইভাবে তার নিজ গন্তব্যে....  নিজেকে সামলাও প্রস্তুত করো সকল সময়ের জন্যে ....সময়কে দিওনা দোষ সময়কে বদলায় মানুষ রঙিন দুনিয়ায় ...আমারও আছে ভিতরে অনেক রোষ.... সময়ের

রুদ্ধ সময়

সময় কথা বলে একটা প্রবাদ  আছে  .... কিন্তু মানুষের  কার্যকলাপ দেখে সেও  আজ    নির্বাক, বাকশক্তি হারিয়ে নীরব দর্শকের ভূমিকা  পালন করছে ,,সময়ের চেয়ে মানুষ শক্তিশালী । যে পাঠশালা স্কুল কলেজকে আমরা মন্দির বলে  এতো দিন ভেবে এসেছি ,,সে জ্ঞান মন্দির কি সত্যিই  মন্দির আছে। যে জ্ঞানের আলো সকল অজ্ঞানের অন্ধকার দূর করতো,,,  সেই শিক্ষা জ্ঞানের আজ কোনো মূল্যে নেই। আজ যত জ্ঞান মন্দির গভীর অমানিশায় ডুবে আছে,,, জ্ঞানী গুণী হয়েও নিজস্ব জ্ঞানকে যেখানে সেখানে পদপিষ্ট করছে। সেই সময়ের অপেক্ষায় শেষ বিকেলের রবি যেমন ভোরের নতুন আলো নিয়ে আসে তেমনি ফিরে আসুক সময়ের নতুন অধ্যায় যেখানে শিক্ষা লজ্জিত হবেনা।

পরান পাখি

"  আমি যদি হোতাম একটি পাখী ডানা মেলে উড়ে চলে যেতাম নীল আকাশের দিক থেকে  দিগন্তের পাড়ে মন যে আজ উড়ে যেতে চায়  সকলের থেকে অনেক দূরে চিন্তা ভাবনা সব মিটিয়ে দিয়ে উড়ে বেড়াবো মনের সুখে সবেই  যে মায়ার বাঁধন কি হবে সংসারের খাঁচায়  বন্দী  থেকে খোলা আকাশে মনের সুখে করবো বিচরন  উড়ে চলে যাবো ভিন দেশে থাকবে না কোন পিছু টান  ভেঙ্গে যাবে না কোন স্বপ্ন এক নিমেষে ক্লান্ত শরীর উড়ে বসবে কোন এক গাছের ডালে পাখীরা পড়ে নেবে মনের ভাষা স্বপ্নের আকাশে পাখী হয়েই থাকতে চাই  মানুষের মাঝে যে শুধু নিরাশা।

উত্তরের খোঁজে

#উত্তরের_খোঁজে ...... #উমা_মজুমদার,✍️ ২৪/৮/২৪.. সকালে ঘর গোছাতে গোছাতে কিছু অগোছালো প্রশ্ন মনের ভিতর উত্তর খুঁজে,,, সবার চিন্তাধারা কেনো এতো ভিন্ন,,, অগোছালো ঘর দেখলেই কেমন যেনো একটা বিরক্তি ভাব কাজ করে মনের ভিতর ,,,,অগোছালো ঘরকে  গুছিয়ে সাজিয়ে নিলেই ঘরটা কেমন বেশ সুন্দর লাগে দেখতে কিন্তু সকলের চিন্তাধারা যে এক হয়না  ,,,,কেও কেও আছে অপরিস্কার থাকতে ভালোবাসে সকলে মিলে ঘরবাড়ি পরিস্কার রাখলে তবেই ঘর মন্দির হয়,,,।  তার থেকেও বড় একটা পজিটিভ এনার্জি কাজ করে আশেপাশে ,,,সেটা কয়জন বোঝে। ঘরের সাথে সাথে আমাদের বাগান হোক বা ফুলের টপ সেগুলোতে ও যদি  আগাছা  ঘিরে রাখে তাহলে সেটার সৌন্দর্য একদম নষ্ট হয়ে যায় সেটা ভালো লাগেনা দেখতে ,,,তাই ওগুলো পরিস্কার করছি আর ভাবছি,, আমাদের চারিদিকের পরিবেশ টাকেও এমন কিছু জঞ্জালে পরিনত করে রেখেছে....  এই আগাছা গুলোকে যদি জড় থেকে কেটে  পরিস্কার না করা হয় তাহলে ঐ আবার ও আগাছা উঠে মাথা চাড়া দেবে,,,আর জঞ্জালে পরিনত করবে,,,,। কেও জানে না এই জঞ্জাল আদৌ নির্মূল হবে কিনা,,, সময়েরটা সময়েই করা খুব প্রয়োজন।

বিশ্বাস

মাছ দেখে লোভ নিজেকে সামলায় করবেনা বিশ্বাস ভঙ থাকবে পাহারায়  অগ্নিপরীক্ষা আজ বিড়ালের সামনে  লোভ সংবরণ করতে হবে নিজের  মনে মালিকের বিশ্বাস ভরসা আমাদের হাতে  রক্ষক যেনো ভক্ষক না হয় নজর সেটাতে। ✍️উমা মজুমদার ১৬/৮/২৩

মায়ের আঁচল

স্নেহ মমতায় মায়ের মত  পৃথিবীতে হয় কি  কেও আর  মায়ের কাছে সন্তানের জন্ম জীবনের পরম উপহার।  শিশুর আশ্রয় মায়ের কোলে  এমন নিরাপত্তা আছে কোথায়  তপ্ত রৌদ বৃষ্টিতে মায়ের আঁচল  সব কিছু থেকে শিশুকে বাঁচায়। মায়ের বুক জড়িয়ে শিশু  খুঁজে পায় শান্তির পরম সুখ সকল যন্ত্রনা ভুলিয়ে দেয় মায়ের  দেখলে পরে শিশুর  মুখ। বিপদের ঢাল হয়ে সামনে দাঁড়ায় মা   সন্তানকে সদা রক্ষার জন্য   মা ডাকে প্রাণ জুড়ায়  মাতৃত্বে নারীর জীবন ধন্য।

ছায়াসঙ্গিনী

ছবি
ছায়াসঙ্গিনী...