মানবিকতার মহামারী
কয়েকদিন আগেও আমরা এক বিষাক্ত আবহাওয়ার সাথে প্রাণপণ যুদ্ধ করেছিলাম নিজেদের প্রাণ বাঁচানোর জন্যে ,,,একফোঁটা প্রাণ বাঁচানোর জন্যে কি কি না করতে হয়েছে আমাদের ... আজ ও সে সময়টার কথা ভাবলে প্রাণের জল শুকিয়ে যায় ভয়ে... সকলের প্রচেষ্টায় আর ঠাকুরের আর্শীবাদে করোনার ভেকসিনে আমাদের প্রাণ রক্ষা পেলাম.... একদিন সকলকে যেতে হবে এই পৃথিবী ছেড়ে তথাপি মৃত্যু যখন সামনে এসে দাঁড়ায় তখন আমরা সকলে মৃত্যু ভয়ে দিশেহারা হয়ে যায় .... বাঁচার প্রাণপণ চেষ্টা... মানবিকতা মনুষ্যত্ব বিবেক বিবেচনা অনুতপ্ত অনুশোচনা মনুষ্য জীবনের কতগুলো পোশাকি নাম,, আরও এমন অনেক ভালো ভালো শব্দ আছে দয়া ,মায়া,শ্রদ্ধা সন্মান, ভালোবাসা আরও কতকি সেগুলো শুনতে ভীষন ভালো লাগে ,,,,,সেগুলো তখনেই ভালো লাগে শুনতে যখন এগুলোকে আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় কাজে লাগাতে পারি ,,,,আমাদের মুখে মুখে এই শব্দ গুলো চলতে থাকে কথা বলার মত.. তবে এই শব্দ গুলো সত্যি সকলের জন্য নয়, ,,মানুষের জন্য এই শব্দ গুলো হলেও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই শব্দ গুলো জীবনে অপ্রয়োজন বলে জীবন থেকে ছুঁড়ে ফেলে দেয়... মানবিকতা ছেড়ে অমানবিকতার জীবন