পোস্টগুলি

এপ্রিল, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভালোবাসার রং

মন যে বোঝেনা ভালোবাসা কারে  কয় প্রেমের যাঁতাকলে ভালোবাসা বোবা রয় জীবনে চলার পথে ভুল ভ্রান্তি পথ দেখায় উপরটা  দেখে কি মনের ভিতরটা বোঝা যায় জগতটা গোলকধাঁধা ভালো থেকে মন্দ ভালো সাদা কালোর ভেদাভেদে ভালোবাসার রং কালো ভালোবাসার হৃদয়টা থাকনা ভালোবাসার জন্য ভালোবাসাকে ভালোবেসে জীবনটাকে করো ধন্য।

ভালোবাসার ডাক

মন খারাপী একলা ঘরের আকাশ ভালোবাসার  ছটফটানি রাতের  আঁধার ক্লান্ত সময় বন্ধনের  মায়াজাল  আষ্টেপৃষ্ঠে বাঁধা শূন্য ঘরে ভালোবাসার সংসার অন্ধকার একলা পথে বেড়িয়ে পড়ে ভালোবাসা   ঠিকানা খোঁজে মিছে কেন খুঁজো তাকে  হেথা হোথা ভালোবাসা   সবার হৃদয় মাঝে চেনা অচেনার ভীড় আপন ভেবে  ভালোবাসায়  আগলে  রাখে ভালোবাসার কাছে হৃদয় অসহায়  ফিরে আসে  ভালোবাসার ডাকে।