পোস্টগুলি

ডিসেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নতুনের আনন্দে

শীতের স্নিগ্ধতা গায়ে মেখে ছুটছে মানুষ দলে  আনন্দের ছোঁয়া লাগলো প্রাণে কুয়াশার চাদরে  নতুনের আনন্দে খাওয়া দাওয়া মস্তি সব মিলে  পুরোনোকে বিদায় বলে নতুনকে আনে বরণ করে।  উৎসবের আমেজ সাজ সাজ রব ঘরে বাইরে  খুশীর আঁচলে বাঁধা থাক আনন্দ খুশি জীবনে পুরোনো যায় যাক চলে  দুঃখ কষ্ট থাক অতিথি হয়ে এলোপাথাড়ি  চিন্তাভাবনা তোলা থাক  নতুন দিনে।

বড়দিন

এলো আবার সেই বড়দিন ২৫শে ডিসেম্বর  পরম পিতা প্রভু যীশুর জন্মদিন আলোয় ঝলমল সেজেছে  চারদিক চাকচিক্য শহর  আনন্দে ভরা খুশির দিন বেথেলহেম নগরের গোশালায় কুমারী মা  মেরির কোলে জন্মেছিলেন মানব ত্রাতা দেব শিশু ভালোবাসা জাগিয়ে পাপ মুক্ত করতে ধরায় নেমেছিলেন ভগবান যীশু। সঠিক পথ দেখিয়ে করো  প্রভু করুণা  হিংসা বিদ্বেষ সব হৃদয়ে করছে জমা   যত‌ই আলোয় আলোকিত হোক চারিদিক পাপ ঘৃণায় হৃদয়ে গভীর অন্ধকার,  দয়াময়  প্রভু তুমি ক্রুশবিদ্ধ হয়েও  পাপীদের করেছিলে ক্ষমা। আজ‌ও যে পড়ে থাকে পথ রক্তাক্ত   চারিদিকে জ্বলে উঠে অশান্তির দাবানল  ক্ষত বিক্ষত প্রতিহিংসার আগুনে দগ্ধ  ওগো প্রভু ঘুচাও অন্ধকার পাপের রঙে  যত কালো।

ভাইয়ের যত্ন

মায়ের অনুপস্থিত দায়িত্ব এসে পড়লো  বড় দাদার ঘাড়ে মায়ের আদেশ পালন দেখে শোনে  রাখতে হবে ভাইকে নজরে হবেনা টিভি দেখা চিন্তায় পড়লো দাদা কি  করা যায়  ভাইকে নিয়ে চালাক দাদা আঁটলো ফন্দি টুলের নীচে  ভাইকে আটকিয়ে   ছুটবে না ভাই এদিক ওদিক টিভি দেখবে  দাদা টুলের উপর বসে শিশু মনের বুদ্ধি দিয়ে ভাইকে রাখলো  যত্ন করে ভালোবেসে।

মেয়ে থেকে নববধূ

ছোট্ট ছোট্ট পুতুলের খেলার সংসার হারায়  ছোটবেলা খেলার পুতুল থাকে পড়ে শৈশবের সময় যায় ফুরিয়ে মা বাবার আদরের দুলালী রাজকন্যা বড় হয় একদিন আহ্লাদে আদরে লালন পালন সকল আবদার মেটায়ে। যত‌ই শেখো লেখা পড়া হ‌ওনা কেনো তুমি উচ্চশিক্ষিত  মেয়ে হয়ে জন্মেছো  যেতে হবে একদিন পরের বাড়ীতে  মা বাবা ভাই বোন ভালোবাসার বাঁধন ছিঁড়ে আসে চলে  সাত পাকে বাঁধা পড়ে আলতা সিঁদুর লাল বেনারসী শাড়িতে।   চিরাচরিত রীতি নিয়ম দুধে আলতায় পা রাঙ্গিয়ে নববধূ  অজানা অচেনা মানুষ মিল অমিলের মিশ্রিত নব জীবন  পুরোনো আদব কায়দা ভুলে নতুন অভ্যাসে নিজেকে ঢালে   মানিয়ে নেয় সয় তে হয় নারীর ভালোবাসায় পরিবার গঠন।

সময় গেছে ফুরিয়ে

 উঠলো সেজে বরবধূ খেলাঘরে সোনামনির পুতুলের‌ আজ  বিয়ে  উলু দে শাখ বাজা এলো যে বর   আয়রে তোরা বরণডালা নিয়ে  ফেলে আসা দিনের কথা শৈশবের হারিয়ে যাওয়া সে পুতুল খেলা সোনালী স্মৃতিতে ফিরে দেখা  কাটেনা সময়  অলস দুপুর বেলা  পুতুল খেলা ভারী মজার রূপকথায় সাজানো শৈশব খেলতো বসে বসে নেই জ্বালা যন্ত্রনা আনন্দ খুশিতে ভরা বাস্তব বড় কঠিন জীবন বাঁধা নাগপাশে ।

আমার আমি বড্ড প্রিয়

সরলরেখা পথ সব সময় সরল হয়না। হিসেবে গরমিল হয়েই যায়।   আমার আমি নিজের আত্মবিশ্বাস টা একহাতে ধরে রাখে সবসময়। আসুক যত ঝড় ঝাপটা ,আপদ বিপদ, এসে ছিলো ও এক সময় অনেক বড় বড়  বিপদ নিজের আপনজনের উপর ।কখনো জীবন‌ও পরীক্ষা নেয় ,একসময় মনে হয়ে ছিলো যে এতো বড় বিপদ থেকে কি করে  রক্ষা পাবে ।  সে সময় ঠাকুরের আর্শীবাদ আর নিজের আত্মবিশ্বাসের উপর  ভর করে চলেছে।  অনেকটা জীবন পিছনে ফেলে এসেছে একটা কথা আমার আমি নিজেকে শিখাতে পেরেছে সবাই তোমার মত নয় সবাইকে অন্ধের মত বিশ্বাস করোনা । তার জন্য ভুলের মাশুল তোমাকেই  দিতে হবে। তথাপি সেই ভুলটাই আমার আমি করে ফেলে। অন্যায় আর মিথ্যা এই দুটোকে সহ্য করতে পারেনা যার জন্য প্রতিবাদ করতে গিয়ে অনেক সময় যা তা নয় শুনতে হয়েছে।  দায় দায়িত্ব পালনে আমার আমি বরাবর উদগ্রীব। জন্ম থেকেই যেনো সেটা সাথে নিয়ে এসেছে । অনেক অভিজ্ঞতার মাঝেই আমার আমি নিজেকে শক্ত মজবুত করতে শিখেছে। বারবার নিজেকে প্রশ্ন করে কতটা পথ নিজেকে স্বার্থত্যাগ করে চলতে হবে। নিজের ইচ্ছে স্বপ্ন  ভালো লাগা, ভালোবাসা আমার আমির মধ্যে খুব ভালো করে বাঁচতে শিখেছে । আমার আমিকে কে বুঝলো কে বুঝলো না সেটার অভিমান