বার্ধক্যের একাকিত্ব
জীবনের চাকা ঘুরে চলে তাঁর ইচ্ছেমতন
জন্ম মৃত্যু আছে তাতে এটাই তো জীবন
শৈশবের হাসি খুশি দিন পিছনে পড়ে রয়
জীবনের খোলস ধাপে ধাপে বদল হয়।
দায় দায়িত্ব পালনে কর্মরত সাধের সংসারে
অনিশ্চিত জীবনের ছবি থাকে পিছনে পড়ে।
সম্বল বল শেষে স্মৃতিচারণে একাকী দিন কাটে
বার্ধক্য এসে তাড়া দেয় বাঁচার আশা যায় মিটে।
কে আপন কে পর এই বোঝা নেবে কে ঘাড়ে
অসহায় হয়ে চায়না বাঁচতে দয়া করো সকলরে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন