বার্ধক্যের একাকিত্ব
“মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে” কবিগুরুর এই উক্তিটি আমাদের সবার মনের সুপ্ত বাসনার প্রতিফলন,,,, আমরা দীর্ঘদিন বেঁচে থাকতে চাই কিন্তু বার্ধক্য আমরা সহজে মেনে নিতে পারিনা।,,তাই নয় কি????
দূরের আকাশে সন্ধ্যা নামে হাওয়ায় ভাসে দীর্ঘশ্বাস
দিবসের অবসান সময়ের কাছে বন্দী তবুও বাঁচার আশ
শৈশব থেকে কৈশোর কাটে যে বেশ হাসি খুশিতে
আগামী স্বপ্ন নিয়ে যৌবন ছুটে বেড়ায় জীবনের পথে
এক এক করে খোলস বদলায় প্রাণ যতক্ষন শরীরে
দায় দায়িত্ব পালনে কর্মরত সংসার স্বাদ আহ্লাদ পূর্ণ করে
জীবনের পরীক্ষা সময়ের চাকায় আপন ভাগ্য নির্ধারণ
সম্বল বল শেষ ,চমকে যাওয়া ফোনের ঘন্টি ,ছলছল চোখে স্মৃতিচারণ
জীবন কাব্যে সমাপ্তির পথে শব্দের হালচাল বার্ধক্যের থাবায়
শীরা উপশীরা বেঁয়ে নিঃশব্দে নেমে আসা কষ্ট বিশ্রামের নেশায়
চাওয়া পাওয়ার হিসেব নিকেশের শেষ চাওয়া জীবনের দোরগোড়ায়
ফুরিয়েছে সকল ইচ্ছে সাধ জীবনের নাগপাশ মুক্ত করে পরপারের অপেক্ষায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন