পোস্টগুলি

অক্টোবর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এসো মা বছর পরে

কত আনন্দ কত  আয়োজন তোমার  আগমনে একটি বছর অপেক্ষায় আসো তুমি এই ভুবনে মাগো তুমি এলে  আবার কখন   চলেও গেলে পূজোর আনন্দে মেতে ছিলাম সকল কষ্ট  ভুলে মহালয়া ,আগমনী,তোমার বরনের ডালা দু চোখ  জলে ভরে ,তোমার বিদায় বেলা। আছে দুঃখ  আছে কষ্ট  ,সকলের জীবনেতে বছর পরে এসো মাগো, সকল কষ্ট ভুলাতে। দিন গুনা হলো শুরু ,মায়ের  আসার পথ চেয়ে সকলকে সুস্থ রেখো মা, তোমার চরণ ধূলো দিয়ে। শিউলির গন্ধ ছড়িয়ে আসবে, যখন বছর পরে বরণ করে নেবো তোমায় , আলতা পায়ে সিঁদুর পড়ে।

নিয়মরেখা

পূজো উপলক্ষে একটি কবিতা আমার..... নিয়মরেখা কলমে__উমা মজুমদার ২/১০/২১.... বিচিত্র নিয়মে পৃথিবী চলে  চলেনা জীবন  সমান্তরালে বাঁচার প্রয়াস  ছন্দ মিলিয়ে অভিযোগ নেই  জীবন নিয়ে পরিচয় পায়  সমাজ থেকে পথ শিশু বলে সকলে ডাকে  শৈশব  হারায়  কাজের  মাঝে মুখে মিষ্টি হাসি শৈশব খোঁজে দিন কাটে পথে  ভাবনা  নেই অনাহারে  কাটে  এইভাবেই পথে পথে ঘুরে  পেটের জ্বালা নাওনা  বাবুরা  একটি   মালা মুখখানা  হাসি  দুহাত  পাতে  খুশী হয়ে নেয় কেও বা হাতে জানেনা তাদের দোষ কথায়  অসহায়ে  কেন  দিন  কাটায় বছরে  বছরে  মা  দূর্গা আসে  পথের  দূর্গারা আঁধারে  বসে পূজোর আনন্দে দু চোখ ভিজে আলোয় আলোয় মা দূর্গা সাজে।