কিছু স্বপ্ন বেঁচে থাক
একদিন এমন ছিলো স্বপ্ন মানে ছিলো না জানা
যখন তখন বেহিসাবি স্বপ্নরা করতো আনাগোনা
মনশহরে উড়ে উড়ে বেড়ায় হাজারো স্বপ্নের মেলা
বেনামী স্বপ্নরা আসে যায় মন ভুলানো করে খেলা
উপেক্ষা অবহেলায় চেনা স্বপ্নরা হারায় মনের উঠোনে
মধ্যবৃত্তের যাপন শব্দের কোলাহল স্বপ্ন বাঁচে নির্জনে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন