ও নদী কথা বলো
ও নদী কথা বলো কি করে থাকো এতো শান্ত ধীর স্থির
কোথায় তোমার চলার ঠিকানা রুদ্ধশ্বাসে শুধু ছুটে যাওয়া
পাহাড়ের কোল বেয়ে নেমে আসা জলধারা ধরিত্রী মায়ের সন্তান
কুলুকুলু শব্দে বয়ে চলা একবুক তৃষ্ণার্তের তুমি যে প্রাণের সমান
জলতরঙের ঢেউ তুলে কুলুকুলু ধ্বনিতে সকলের প্রাণ জুড়াও
একাকি সুর তুলে কথা বলা আপন সুখে বয়ে চলা তোমারই তো সাজে
তোমারও যে আছে জন্ম বংশ পরিচয় সকলের কাছে নও তো অজানা অচেনা
কত গ্রাম শহর,নগর প্রসিদ্ধ তোমার নামে
পবিত্র গঙ্গা জল ঘরে বয়ে আনা
জলের স্রোতে ভেসে আসা দুঃখ যন্ত্রনা টেনে নাও আপন বুকে
শত সহস্র মানুষের তুমি প্রাণদাতা তোমাকে ঘিরে জীবিকার পথ নিয়েছে বেছে
তুমি গঙ্গা পতিত পাবনি দেবী রূপে পূজিতা সকলের কাছে
ধীর স্থির বয়ে চলা নদী কখনো শান্ত কখনো অশান্ত বর্ষায় ভরা যৌবনে
হাজার ব্যাথা বুকে চেপে হাজারো পথ চলা মিলনের টানে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন