ভালোবাসার ডাক
মন খারাপী একলা ঘরের আকাশ ভালোবাসার
ছটফটানি রাতের আঁধার
ক্লান্ত সময় বন্ধনের মায়াজাল আষ্টেপৃষ্ঠে বাঁধা
শূন্য ঘরে ভালোবাসার সংসার
অন্ধকার একলা পথে বেড়িয়ে পড়ে ভালোবাসা
ঠিকানা খোঁজে
মিছে কেন খুঁজো তাকে হেথা হোথা ভালোবাসা
সবার হৃদয় মাঝে
চেনা অচেনার ভীড় আপন ভেবে ভালোবাসায়
আগলে রাখে
ভালোবাসার কাছে হৃদয় অসহায় ফিরে আসে
ভালোবাসার ডাকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন