পোস্টগুলি

জুলাই, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বৃষ্টিতে শৈশব

মেঘলা আকাশ বাদল দিনে বুক দুরু দুরু মেঘের গর্জনে ঝম ঝমিয়ে  নামলো বৃষ্টি  চোখ জুড়ানো অপরূপ  সৃষ্টি থৈ থৈ জলে মাঠ ঘাট ভরে ব্যাঙ ব্যাঙাণীর নাচন ধরে কাপড় ভিজে বাড়ীর ছাদে কেও বা পড়ে মরন ফাঁদে কচিকাঁচারা মাতে বৃষ্টির জলে  মাঠে কাদা ফুটবল খেলে কাগজের নৌকা জলে ভাসে ছিপ নিয়ে যায় নদীর পাশে আয় রে খোকন ঘরে আয় টাপুর টুপুর বৃষ্টিতে খোকন বেড়ায় বৃষ্টি তে ভেজার পেলো ফল নাক দিয়ে পড়ে সর্দি জল যে চলে যায় আর আসে না বৃষ্টির পাশে শৈশব হাসে না রিনিঝিনি নুপুরে শৈশবকে ডাকে স্মৃতির ঘরে শৈশব জলছবি আঁকে

প্রথম প্রেম

সে আমার প্রথম ভালোবাসা, থাকবে হৃদয়ে চিরদিন তোমার আমার পথচলা, অনেকটা পথ অনেকদিন। সে এসেছিল মনের  অগোচরে নীরবে নিভৃতে, নিঃসঙ্গ দিনে মন ছুঁয়ে গেলো বৃষ্টি ভেজা রাতে। সময়ে অসময়ে ছুটে আসে ভালোবাসার ডাকে শুধুই যে দিয়ে গেছে ,পায়নি কিছুই আমার থেকে।  সে যে আমার প্রথম প্রেম প্রথম ভালোবাসা ছন্দ সাজিয়ে পূরণ করে  মনের সকল আশা। ক্ষনিকের পৃথিবীতে আছে শুধু বিশ্বাসঘাতকতা, তাকে  ভালোবেসে পেয়েছি জীবনের পূর্ণতা। জীবন যখন বিষন্ন মনে হয়, আঁকড়ে ধরি তাকে ভাবনার পাখনা মেলে জাগায় ,আমার হৃদয়কে। শব্দের মাতাল হাওয়ায় ছুঁয়ে যায়, আমার মনপ্রাণ   প্রেম  ভালোবাসায গড়ে তুলে ,কবিতার দালান বৃষ্টি মাখা আদর দিয়ে  ভিজিয়ে যায় যত মনের জ্বালা শব্দের মায়াজালে সাজিয়ে হৃদয়ে আমার  ছন্দের মালা।