পোস্টগুলি

জানুয়ারী, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সময়ের কথা

যেতে যেতে সময় বলে যায় কতনা কথা প্রযুক্তির কল্যাণে হারিয়েছে পুরোনো প্রথা।  মুঠোফোনে ভুলেছে মানুষ, চিঠিপত্র লেখা হারানো চিঠি স্মৃতিতে, বারবার ফিরে দেখা। হাজার  মানুষের পথচলা ,পথের ধারে সে একা সময়ের খোলসে রপ বদলায়  ,তাকে ভুলে থাকা। হলুদ খাম,পোস্টকার্ডে লেখা  ,আবেগের ঝুলি প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসার গুপ্ত কথার  বুলি। ফোন কল মেসেজে প্রাণের স্পর্শ ঠিকানাহীন  অস্তিত্বের পরিচয় হারিয়ে ডাকবাক্স জনহীন। আধুনিকতার ছোঁয়ায়, মোবাইলটা পেলো  হাতে , ছোট এক যন্ত্রে কথা বলা আপনজনের সাথে ।   নতুন আলোয় সময় হারায় ,নীল আলো দুচোখে দ্রুত এগিয়ে যায় , ব্যস্ত জীবন মোবাইল নেটওয়ার্কে। সময়ের ছব্দবেশে ,পুরোনো রীতিনীতি মুখোশে ঢাকা পড়ে, পৃথিবীকে পায় হাতের মুঠোয়, আধুনিক বিজ্ঞানকে সঙ্গী করে।

বেনাম ভালোবাসা

কি ভুলের মাশুল দিয়ে চলে যাও অমন করে ফিরে এসো  একটি বার, যেওনা তুমি আমায় ছেড়ে ভালোবাসার একগুচ্ছ গোলাপ  রয়েছে তোমার পথ চেয়ে হৃদয়ের খাতায়  নামটি লেখা ভালাবাসার সবটুকু  দিয়ে  রাগ অভিমানে ভালোবাসায় না জানে কত দিতে হয় দাম ঝরা ফুলের পাপড়ি মত ঝরে ভালোবাসা রয়ে যায় পথে বেনাম।

ছন্দহীন জীবন

 উদ্বেগ, আতঙ্ক  ছাড়াই  বেড়িয়ে পরা রোজ লাগামছাড়া,হৈ  হুল্লোড় পেটপুরে  ভুরিভোজ জনঅরণ্যে র সমুদ্রে জোয়ার এসেছে বর্ষবরণের আনন্দ স্রোতে গা ভাসায় ,জন্মিলে মরিতে হবে ভয়  কিসের।    পথে পরে থাকে  অজস্র স্মৃতি দুঃখ বেদনার কষ্ট অজ্ঞানতার অন্ধকারে পৃথিবীর চেহেরা  অস্পষ্ট।  বেনাম অতিথি কড়া নাড়ে , অজানা ভয় মনে জাগে উপহারে বেদনার ছবি,  দমকা  হাওয়া ঝড়ের বেগে। হাসি কান্নার শব্দে নিঃশব্দে, সময় বয়ে যায়,কর্মে অটল ঘন মেঘে আঁধার ঢাকে, মিটমিটিয়ে চায়, মিষ্টি তারার দল।