পোস্টগুলি

এপ্রিল, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মিনি সাগা,,,মুখোশের আড়ালে

হটাৎ  করে  সেদিন  রুমির  সথে  দেখা  হলো ,,,, যে রুমিকে আমি চিনি ,,,, সেই রুমিকে আমি সেদিন চিনতেই পারলাম না ,,,, প্রাণাজ্জল রুমি কোথায়  যেন হারিয়ে গেছে,,,,,আগের চেহারা আগের হাসি খুশী রুমিকে কোথাও খুঁজে পায়নি,,,,,  জানিস রমা ,, যাকে ভালোবেসে নিজেকে সোঁপে দিয়েছিলাম সে যে ধোকাবাজ বেরোলো,,,  মুখোশের আড়ালে এমন চেহেরা ভাবতেই পারিনি ।

হোলি

রঙের উৎসবে হোলি খেলে সব ভুলে রঙ মাখে গালে। খোকা খুকিরাও মেতেছে দেখো কেমন রঙের খেলায়  ফাগুনের ফাগে আবির  ছড়ায় বসন্ত বেলায় ছকে বাঁধা জীবনটায়  একটু খুশীর ছোঁয়া স্মৃতির পাতায় রঙ মাখে  ফাগুন হাওয়া।

ক্ষনিকের আনন্দ

শ্রুতি  এসে বারবার মাকে তাড়া দিচ্ছে কত দেরী হবে,, , কিন্ত সম্পা  হারিয়ে যাচ্ছে  নিজের অতীতে। সব স্মৃতি তাজা হয়ে গেলো। সকাল  থেকেই ব্যস্ত ,  পিকনিকের তৈয়ারী চলছে মেয়ের জন্য,,,। আবদার  করে  বলেছে, লুচি  আলুরদম  করে দিবে।, কলেজ  জীবনে    সম্পা নিজের  মাকে দিয়ে এমনটাই করিয়ে নিতো সত্যি  সময়  কেমন  কথা  বলে  যায়,,,, ।