মেয়ে থেকে নববধূ
ছোট্ট ছোট্ট পুতুলের খেলার সংসার হারায় ছোটবেলা
খেলার পুতুল থাকে পড়ে শৈশবের সময় যায় ফুরিয়ে
মা বাবার আদরের দুলালী রাজকন্যা বড় হয় একদিন
আহ্লাদে আদরে লালন পালন সকল আবদার মেটায়ে।
যতই শেখো লেখা পড়া হওনা কেনো তুমি উচ্চশিক্ষিত
মেয়ে হয়ে জন্মেছো যেতে হবে একদিন পরের বাড়ীতে
মা বাবা ভাই বোন ভালোবাসার বাঁধন ছিঁড়ে আসে চলে
সাত পাকে বাঁধা পড়ে আলতা সিঁদুর লাল বেনারসী শাড়িতে।
চিরাচরিত রীতি নিয়ম দুধে আলতায় পা রাঙ্গিয়ে নববধূ
অজানা অচেনা মানুষ মিল অমিলের মিশ্রিত নব জীবন
পুরোনো আদব কায়দা ভুলে নতুন অভ্যাসে নিজেকে ঢালে
মানিয়ে নেয় সয় তে হয় নারীর ভালোবাসায় পরিবার গঠন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন