স‌ইতে হয় কখনো

ক্ষতদের আর্তনাদ চায়না বারবার হেরে যেতে
কখনো স‌ইতে হয় মনের সান্তনা কবিতার পাতাতে

বুঝতে পারেনা  আজ‌ও সমীকরণে কোথায় ভুল
সততার আভূষণে থাকায় কি তার হিসেবে অমিল 

সরল অংক নয় সরল নিজের মত সকলকে  ভাবা
যত‌ই  খোঁজো সমাধানের পথ গ্রাস করে জটিল থাবা

 করলে হার স্বীকার জয়টা লুকানো সত্যের বিশালতায় 
আত্মত্যাগে প্রশান্তি শক্তির সঞ্চার হৃদয়ের গভীরতায় ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ