সইতে হয় কখনো
ক্ষতদের আর্তনাদ চায়না বারবার হেরে যেতে
কখনো সইতে হয় মনের সান্তনা কবিতার পাতাতে
বুঝতে পারেনা আজও সমীকরণে কোথায় ভুল
সততার আভূষণে থাকায় কি তার হিসেবে অমিল
সরল অংক নয় সরল নিজের মত সকলকে ভাবা
যতই খোঁজো সমাধানের পথ গ্রাস করে জটিল থাবা
করলে হার স্বীকার জয়টা লুকানো সত্যের বিশালতায়
আত্মত্যাগে প্রশান্তি শক্তির সঞ্চার হৃদয়ের গভীরতায় ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন