বেনাম ভালোবাসা
কি ভুলের মাশুল দিয়ে
চলে যাও অমন করে
ফিরে এসো একটি বার,
যেওনা তুমি আমায় ছেড়ে
ভালোবাসার একগুচ্ছ গোলাপ
রয়েছে তোমার পথ চেয়ে
হৃদয়ের খাতায় নামটি লেখা
ভালাবাসার সবটুকু দিয়ে
রাগ অভিমানে ভালোবাসায়
না জানে কত দিতে হয় দাম
ঝরা ফুলের পাপড়ি মত ঝরে
ভালোবাসা রয়ে যায় পথে বেনাম।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন