পোস্টগুলি

মার্চ, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মা

মা যে আমার বড় আপন মায়ের হৃদয়ে আছে স্নেহ ধন মা  ডাকে  স্নেহ মমতা ঝরে মায়ের মুখটা খুব  মনে পড়

আমার স্বপ্ন পূরণ

কিছু চাওয়া যখন পাওয়াতে পরিনত হয়, তখন  সুন্দর এক অনুভূতির সৃষ্টি হয়। সেই অনুভূতি টা ভালোলাগা হয়ে তোমার হৃদয়ে স্থান করে নেয়। মনের অস্ফুট শব্দরা যখন প্রস্ফুটিত হতে চায়, তখন এক একটা ছন্দ  ফুলের মত সেজে উঠে কবিতা ।  খুব কঠিন শব্দ দিয়ে লিখতে পারিনা ,যখন যেমন মনে আসে তখন সেটা  খুব সহজ ভাষায় লিখে রাখি মনের পাতায়,বেঁধে রাখি কখন কাগজ কলম দিয়ে ,হারাতে চাই না  তাদের। ভালোলাগা শব্দরা সাজিয়েছে  আমার কবিতার পাতা। এই ব‌ইটিতে আমার  ৬২ টা কবিতা আছে।     গতকাল আমার জীবনের একটা সেরা দিন ছিলো। একটা সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আন্তর্জাতিক ব‌ইমেলাতে গিয়ে ।আমার নিজের স্বপ্নকে ছুঁয়ে দেখার স্বপ্ন পূরণ হয়েছে।  পৌষালী প্রকাশনী থেকে প্রকাশিত আমার প্রথম একক সঙ্কোলন  " তবু মনে রেখো"   কবিতার বই প্রকাশ পেয়েছে।  যার হাত ধরে আমার এই সুন্দর প্রয়াস সফল হয়েছে সে  হলো আমাদের সকলের প্রিয় বন্ধু নামকরা প্রকাশক পৌষালী বিশ্বাস, পৌষালীকে আমার অনেক  ধন্যবাদ ও প্রাণভরা ভালোবাসা জানাই। আর আছে আমার  প্রিয় বন্ধু কেয়া এবং  প্রিয় দিদি স্মৃতিকনা দি ।তোমাদের দুজনের জন্য আমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা র‌ইলো ।

ইচ্ছেই বল

নিউজ চ্যানেল গুলোতে আজকাল যে সব খবর দেখায় সে সব দেখে মনটা দুশ্চিন্তায় থাকে। জয়তী আর অমিতের  দুই সন্তান নিয়ে সুখের সংসার ,।  অফিস যাওয়ার পথে  ছেলে মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে যায়।     নিজের সব কাজ সামলে বাচ্চাদের  পড়াশোনারর দিকেও ভীষন নজর  ,জয়ীতার। নিজে গ্রেজুয়েশন করেছে তাই এখনও পর্যন্ত টিউশন রাখতে  হয়নি ,নিজেই  চালিয়ে নিচ্ছে।   তোমাকে স্কুটি চালানোটা  শিখে নিতে হবে জয়ীতা,,, বাচ্চাদের স্কুলে আনা নেওয়াটা তোমাকে এখন থেকে  করতে হবে, ,, প্রতিদিন বসের কথা শোনতে কার ভালো লাগে  বল ? তুমি  কি করে  যাবে ,,সেটা আমি ম্যানেজ করে নেবো ।.. রিক্সা করে আসা বাচ্চাদের এমনিতে নিরাপত্তা ন‌ই,,, সেটা  ভালো নয় কি, তোমার শিখে  নেওয়াটা।  ঠিক আছে ,  ভয় পেলে চলবে না,  বাচ্চাদের জন্য  আমাকে পারতেই হবে।  পারবে   জয়ীতা পারবে।