পোস্টগুলি

নভেম্বর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আমার মা

আমার মা.... আজ যা আছে কাল সে অতীত  সময় ও চলে সৃষ্টিকে নিয়ে  জন্মিলে মরিতে হয় জেনেও  কষ্ট পাই আপনজনকে হারিয়ে । জীবন থেকে হারিয়ে গেলো  'মা' বলে ডাক, হোলাম মাতৃহারা  আসবে না ফিরে কোনদিন  যেখান থেকে আর যায়না ফেরা।  ভালো না খারাপ কেমন আছো,  কখনো আর চাইবোনা জানতে বুকের ভিতর মুচরে উঠে যখন  পড়ে মনে দুচোখ ভিজে অশ্রুতে। মায়ের সাথেই রক্তের টান  বদলে যায় মুহূর্তে মা ছাড়া জীবনের ছবিটা মা আছে যার সে কি পারে জানতে  জীবনে মা হারানোর ব্যথা কতটা। মনের কথা জানবেনা কেও মায়ের মত  সন্তানের মনের ভিতর হালচাল মায়ের নখদর্পণে  কে কি ভালোবাসে না বাসে সবার পছন্দ  অপছন্দের তালিকা মায়ের মনে।  বাবাকে হারিয়েও পায়নি এত কষ্ট  তোমার স্নেহমমতার ছায়ায় ছিলাম মোরা মায়ের স্নেহমমতা সারাজীবনের সঞ্চয়  নিজের থেকে  যায়না কখনো আলাদা করা।