পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শব্দের আত্মকাহিনী

শব্দের আত্মকাহিনী ২৪/৯/২০২০ মনের কারাগারে বন্দী  প্রানহীন কলম দেয়নি স্বাধীনতা কোনদিন তবুও পাশে থাকে  কবির  ‌কল্পনায় শব্দের ডানা মেলে উড়ে যেতে চায় কত কান্না কত দুঃখে ক্ষত বিক্ষত হাজার শব্দের ভীড়ে তারা বড় ক্লান্ত কিছু হারিয়ে যায় মনের ব্যর্থ ভাবনায় অসহায় কিছু কলম আঁকড়ে বাঁচতে চায় যত‌ই অগোছালো এলোমেলো শব্দের খেলাতে   বেঁচে থাকুক তারা এভাবে কলম আর কালিতে।

আগমনীর সুর

নীলাকাশে বাঁধন হারা মেঘ  চলে দলে দলে শরতের ছোঁয়ায় পূজোর গন্ধ   শিউলি ফুলে মা আসছে কৈলাশ থেকে  একটি বছর পরে খুশীতে আজ মন মেতেছে  আগমনীর সুরে  কাশ ফুলেরা ঢেউ তোলে  শরতের গান গেয়ে শিশির ভেজা ঘাসে শিউলি ঝরে  মিষ্টি সুবাস নিয়ে।

মেয়েদের ঠিকানা,,,,

মেয়েদের নিজেদের আদৌ নিজের বলে কিছু থাকে,????,,,,,,,, যে বাড়ীতে ছোট থেকে বড় হয় একদিন সব ছেড়ে ছুড়ে  অন্য একটা বাড়ীতে তাকে চলে আসতে হয় তখন সেই চেনা বাড়ীটা একদিন কখন যে পর হয়ে যায়  নিজেই জানে না,,,,,,,,  আর যে বাড়ীতে আসে সে বাড়ীটাতে সব সময় পরের বাড়ীর মেয়ে হয়ে থেকে যায় ,,,,, যে বাড়ীটাকে ছোট থেকে এতদিন বড় নিজের বলে মনে হতো  একদিন যখন তাকে বলাহয় কোথায় যাচ্ছো বাপের বাড়ী  তখন সত্যি অবাক লাগে শুনতে ,,,,,,,পাড়া প্রতিবেশী বা নিজের বাড়ীর লোকজন অনেক বলতে শোনা যায় কিরে কতদিন থাকবি বাপের বাড়ী  এক কথায় বুঝিয়ে  দেওয়া হয় তোমার বিয়ে হয়ে গেছে শশুর বাড়ীটা এখন তোমার বাড়ী  ,,,,,,কিন্ত সেখানেও যখন  শশুর শাশুরি বলে এখানে তোমার কোন মন মানি চলবে না এটা তোমার বাপের বাড়ী পাওনি ,,,,যখন একটা মেয়েকে এসব কথা শুনতে হয় তখন  মনে হয় সত্যি মেয়েদের নিজের বলে কিছুই কি নেই,,,,,,সব সময় একটা মেয়েকে‌ই কেন তার নিজের জায়গাটা খুঁজে নিতে হয়????  বছরের পর বছর ধরে এই একেই প্রথা চলে আসছে  বাপের বাড়ী শশুর বাড়ী,,,,,,একটা মেয়ে জন্ম হ‌ও...

নতুন প্রজন্ম

সমাজ পরিবর্তনশীল,,, এখানে দিন দিন নতুন নতুন পরিবর্তন ঘটছে,,,, এর মধ্যে যেটা সব থেকে পরিবর্তন হচ্ছে সেটা হলো পারিবারিক সম্পর্ক,,,,,পরিবর্তিত সময়ে আমরা লক্ষ করছি সমাজে কিছু জিনিষ যেমন আমাদের অভ্যাস, আমাদের জীবন যাপন  খুব দ্রুত পরিবর্তন হচ্ছে ,,,পারিবারিক বন্ধন গুলো ভেঙ্গে যাচ্ছে,,,,এখন নতুন প্রজন্মের সাথে অভিভাবকদের  মতের মিল কিছুতেই খাপ খাওয়াতে পারছে না,,,,, এখন প্রশ্ন উঠছে এই পরিবর্তন কি নতুন প্রজন্মের  জন্য খুব লাভদায়ক ?????  আমি মনে করি সেটা মোটেই না,,,,, তাই আমি আমার কিছু অভিজ্ঞতাও  মতামত এখানে শেয়ার করতে চাই,,,,, পুরানো প্রজন্ম দের সাথে নতুন প্রজন্মের অনেক মতবিরোধ থাকতেই পারে তাই বলে সবকিছু তাদের উপর ছেড়ে দেওয়াটা খুবে বোকামী বলে মনে করা হবে,,,,, ,,, প্রতিটি প্রজন্ম একটি নিদিষ্ট সময়ের সাথে জীবন যাপন করে,,,,, এতে কোন সন্দেহ নেই যে  এখনকার সময়টা নতুন প্রজন্মের জন্য অনেক টা প্রতিযোগিতা মূলক পরীক্ষার মত,,,,,অভিভাবক ও নতুন প্রজন্ম দু পক্ষকে‌ই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে,,,,,,, নানা রকম মতবিরোধ থাকা সত্বেও অনেক সময় সন্তানদের কথা শুনতে হয় অভিভা...