নিজের ভালোলাগা
সারাদিনের কর্মব্যস্ততা শেষে বিকেলে কিংবা সন্ধ্যায় মন চায় বন্ধু বান্ধব কিংবা প্রিয় মানুষের সাথে কিছুটা সময় কাটাতে,,,,,,,,,,,. মান্নাদে র সেই বিখ্যাত ও জনপ্রিয় গান কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই.......সত্যি আজ আর কাওকে সেরকম করে আড্ডা দিতে দেখা যায় বলে মনে হয় না। ,,,,,,,আজ মোবাইলের দৌলতে দূরে থেকেও যেন খুব কাছ থেকে বসে গল্প করার মত মনে হয় ।ঘন্টাকে ঘন্টা, মন ভালো করা সুখ দুঃখের কথা বার্তা ,,,,,, ।
কেনো আজ মনটা এমন লাগছে সব তো করছি তবে কেনো মন বলছে কিছু যেনো হয়নি ,,,,, তাড়াতাড়ি করে সব কাজ কর্ম সেরে নেয় ,,,,,,,কখনও যদি ফোন চলে আসলো তাহলে তো হয়ে গেলো দুজনের থেকেই কথা শুনতে হবে,,,,,,,,,,কখন যে খাওয়া জুটবে ঠিক নেই তাই ফোন আসলে ফোনটা রিসিব করে বলে নেয় এগন রাখছি পরে সময় করে কল করে জমিয়ে আড্ডা দেবো,,,,,,,,,,, হাঁ চলে ঘন্টার পর ঘন্টা বোনে বোনে আড্ডা,,,,
আবার মাঝে মাঝে মান অভিমানও চলে,,, ছেলে আর স্বামী বলে তোমরা এতো কি কথা বলো রোজ রোজ,,,,,
তোমাদের কথা শেষ হয়না,,,,,,,,রুমি বলে, জানি না ,কোথা থেকে এত কথা চলে আসে ,,,,,, রুমি আবার রেগে গিয়ে বলে তোমরা তো কথায় খুঁজে পাও না কথা বলার জন্য,,,,,,,,,, ,,,,,,,,আমরা কাছে থাকি বা দূরে থাকি আমাদের আড্ডা সব সময় চলতে থাকে ,,,,,,
তিন বোন তিন জায়গায় থাকে ,,,,,,,,বোন তো নয় যেনো তিন বন্ধু ,,,,,,,,,, ফোনেই তাদের আড্ডা জমে যায় ,,,,,,,,,,,, রোজেই কিছু সময়ের জন্য শত কাজের মাঝেও কিছুক্ষন ফোনে আড্ডা দেওয়া,,,,,,,,, সারাদিনের কাজের মাঝেও একটু সময় বের করে নেয়,,,,,কখনও তো আবার কনফারেন্স কলও চলে,,,,,,,,সত্যি কি ভাবে সময় কেটে যায় বলতে পারেনা ,,,,,,,, কখনও যদি মনটা একটু খারাপ থাকে তখন বোনেরা মিলেই গল্প করেই মনকে ভালো করে। ,,,,,,,,এমন দিন নেই যে ওদের কথা বা আড্ডা চলে না,,,,, ।মন ভালো রাখতে হলে নিজের মানুষের সাথে আড্ডা দেওয়াটা খুব সুখকর মনে হয়।সব ক্লান্তি দূরে চলে যায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন