নতুনের আনন্দে
শীতের স্নিগ্ধতা গায়ে মেখে ছুটছে মানুষ দলে
আনন্দের ছোঁয়া লাগলো প্রাণে কুয়াশার চাদরে
নতুনের আনন্দে খাওয়া দাওয়া মস্তি সব মিলে
পুরোনোকে বিদায় বলে নতুনকে আনে বরণ করে।
উৎসবের আমেজ সাজ সাজ রব ঘরে বাইরে
খুশীর আঁচলে বাঁধা থাক আনন্দ খুশি জীবনে
পুরোনো যায় যাক চলে দুঃখ কষ্ট থাক অতিথি হয়ে
এলোপাথাড়ি চিন্তাভাবনা তোলা থাক নতুন দিনে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন