অনুভূতির আকাশে
ও বৃষ্টি একটিবার নেমে এসো তোমার শীতলতা ছুঁয়ে দেখি তোমার আসার পথ চেয়ে সময় ফুরায শুধু কেন দাও ফাঁকি। ফেলে আসা দিনের মত তুমিও বুঝি বদলে গেছো অনেক বৃষ্টি হারিয়েছো কঠিন বাস্তবে প্রকৃতির নিয়মে বর্ষায় তোমার সৃষ্টি । সারাদিন গোপনে তোমায় ভাবি এ বুঝি নামবে প্রেমের শীতলধারা থমথমে আকাশ আসবে তো বৃষ্টি সিক্ত হবে ধরণী নব বারিধারায় মাটির সোদা গন্ধে শৈশবের ফেলে আসা স্মৃতি নতুন করে সাজবে তোমার প্রাণের সাথে প্রাণ মিলিয়ে বিষন্ন মনটা নিজেকে খুঁজে পাবে।