অনুভূতির শব্দ
দুরত্বকে যতই কাছে টানে ততই
দূরে সরে যায়
পাশাপাশি হেঁটে চলা সময়
স্মৃতিতে আড়াল করে
আবেগ অনুভূতি মান অভিমানের
চাদর জড়ায়।
বিশ্বাস ভাঙ্গা কান্নায় শব্দরা স্রোতে
ভাসে
মনটা খুঁজে বেড়ায় এক টুকরো
হৃদয় ভালোবেসে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন