সময় গেছে ফুরিয়ে
উঠলো সেজে বরবধূ খেলাঘরে
সোনামনির পুতুলের আজ বিয়ে
উলু দে শাখ বাজা এলো যে বর
আয়রে তোরা বরণডালা নিয়ে
ফেলে আসা দিনের কথা শৈশবের
হারিয়ে যাওয়া সে পুতুল খেলা
সোনালী স্মৃতিতে ফিরে দেখা
কাটেনা সময় অলস দুপুর বেলা
পুতুল খেলা ভারী মজার রূপকথায়
সাজানো শৈশব খেলতো বসে বসে
নেই জ্বালা যন্ত্রনা আনন্দ খুশিতে ভরা
বাস্তব বড় কঠিন জীবন বাঁধা নাগপাশে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন