মা বাবার প্রতি কর্তব্য
মায়ের মমতা ভরা আঁচল বাবার স্নেহের আশ্রয়
আপদ বিপদে দুহাতে তাঁদের আর্শীবাদ চলার পাথেয়।
সন্তানের মঙ্গল কামনা ,পথ চেয়ে বসে থাকা এক মা ই পারে
দিনরাত খেটে সন্তানের ভবিষ্যৎ উন্নতি বাবার রোজগারে।
শত অভাব অনটনে দুঃখের মাঝে হাসি ফোটায় মুখে
প্রয়োজনে অপ্রয়োজনে চিন্তা সন্তান কি করে থাকবে সুখে।
ভুলে যায় একদিন বৃদ্ধ হলে মা বাবার অসহায় মুখখানি
দু চোখ ভরে অশ্রু ঝরে বাবা মায়ের একাকিত্বের কাহিনী।
মা বাবা সকল সন্তানের জীবনের পরম ধন পরম আদরের
তাঁদের অসন্মান কখনো যেনো না হয় দেখা উচিত সন্তানের।
মায়ের গর্ভে জন্ম নিয়ে দুচোখ ভরে দেখে, এই জগতকে
শ্রদ্ধা সন্মান দিয়ে ভালো রাখা সন্তানের কর্তব্য মাতা পিতা কে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন