ধনীর বিলাসিতা

দিয়ে গেছে  কত উপদেশ বানী জ্ঞানী গুণীজন 
জীবনে চলার পথে মেনে চলা অতি প্রয়োজন।

স্বার্থপর দুনিয়া নিজের কথা ভেবে লোভে মরে
দুর্নীতি  দুরারোগ্য ব্যাধিতে ধনীকে আক্রান্ত করে।

 ক্ষুধার্ত অসহায় গরীবের ছুটাছুটি দিনরাত পথে
লোভে পাপ পাপে মৃত্যু সে কথাটি যদি রাখে গেঁথে।

নুন আনতে পান্তা ফুরায় গরীবের ক্ষিদে অল্পতে মেটে
ধনীর পেট টাকায় ভরে ভোগ বিলাসে রাতদিন কাটে।

চাই চাই আরো চাই গরীবের টাকায়  ধনীর বিলাসিতা
গরীবের বাঁচা মরা ধনীর হাতে সময়  বলেনা সে কথা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ